সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকাগামী চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে দুই বগি বিচ্ছিন্ন তারেক-ফখরুলের সঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবীবের সৌজন্য সাক্ষাৎ একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি এ সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার কাজ শেষ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশজুড়ে ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রায় ১  লাখ জাতীয় নির্বাচনে ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, কোন দলে কত জন? ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়া ও কিউবায় সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের  ‘গুণ ও আখলাকে হুজুর সমসাময়িকদের মধ্যে অনন্য’ বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র ও নেগরান-মুমতাহিন নিয়োগপত্র বিতরণ শুরু

ডেঙ্গু প্রতিরোধে ঈদের ছুটি শেষে বাড়ি ফিরে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকা শহরকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু প্রতিরোধে ঈদের ছুটি শেষে বাড়ি ফেরার পর কিছু জরুরি করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছে তথ্য অধিদপ্তর।

১. যাদের বাড়িতে মশা নিধনের স্প্রে আছে তাদের ক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি মূল দরজা খুলে ঘরে ঢুকবেন এবং দরজা-জানালা বন্ধ অবস্থায় ভেতরের আনাচে-কানাচে, পর্দার পেছনে ও খাটের নিচে স্প্রে করবেন।

কোনোভাবেই ঘরে শিশু, বয়স্ক ব্যক্তি ও গর্ভবতী নারীদের প্রথমে ঢুকতে দেয়া যাবে না। মশার স্প্রে ব্যবহার শেষে প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যাবেন ও আধা ঘণ্টা অপেক্ষার পর আবার ঢুকে সব দরজা-জানালা খুলে দেবেন। সেই সাথে কমোড ফ্ল্যাশ ও বেসিনের কল ছেড়ে দেবেন।

২. যাদের বাড়িতে স্প্রে নেই তাদের ক্ষেত্রে সবাই এক সাথে ঘরে না ঢুকে প্রথমে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ভেতরে গিয়ে সব দরজা-জানালা খুলে দেবেন, সব ফ্যান চালু করবেন এবং কমোড ফ্ল্যাশ ও বেসিনের কল ছেড়ে দেবেন। এসব কাজগুলো সম্পন্ন করার পর পরিবারের অন্য সদস্যরা ঘরে প্রবেশ করবেন।

উল্লেখ্য, দেশের ইতিহাসে ডেঙ্গুর সবচেয়ে মারাত্মক প্রাদুর্ভাব চলছে বর্তমানে। সরকারি হিসাব অনুযায়ী, এডিস মশাবাহী এ জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৪০ জন। তবে বেসরকারি অনুমান বলছে মৃতের সংখ্যা আরও অনেক বেশি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ