রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন হলে সেটি প্রহসনের হবে : বুলবুল

ইতিহাস কোলে ঐতিহাসিক খান মুহাম্মদ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মসজিদের শহর ঢাকায় ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে রয়েছে ‘লালবাগ কেল্লা মসজিদ’। লালবাগ কেল্লা থেকে প্রায় আধা কিলোমিটার পূর্বে অবস্থিত একটি প্রাচীন নিদর্শন, যা ‘খান মুহাম্মদ মৃধা মসজিদ’। ইসলামি ইতিহাস কোলে নিয়ে আজ দাঁড়িয়ে আছে এ মসজিদটি।

ধারণা করা হয়, ১৭০৪-১৭০৫ খ্রিস্টাব্দে খান মুহাম্মদ মৃধা নামের ব্যক্তি এই মসজিদের পরিকল্পনা ও স্থাপন করেন। এর নকশা অনেকটা লালবাগ কেল্লার মতো এবং রং লাল।

সুসজ্জিত বাগানবিশিষ্ট এই মসজিদের রয়েছে তিনটি বড় গম্বুজ ও চারটি ছোট গম্বুজ। মসজিদটির উত্তর থেকে দক্ষিণে দৈর্ঘ্য ৩৮.১০ মিটার এবং পূর্ব থেকে পশ্চিমে দৈর্ঘ্য ২৮.৯৬ মিটার। এর উচ্চতা নিচ থেকে ওপর পর্যন্ত ৫.১৮ মিটার।

দ্বিতলবিশিষ্ট এই মসজিদে এখনো মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। শুধু দ্বিতীয় তলাতেই নামাজ পড়া হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এই মসজিদ দেখতে আসেন।

লালবাগ কেল্লায় আসা বিদেশি পর্যটকের অনেকেই খান মুহাম্মদ মৃধা মসজিদটিও দর্শন করে যান। চাইলে আপনিও একবার এই ঐতিহ্যবাহী মসজিদ দেখে আসতে পারেন। তো, চলুন না রোজায় দেখে আসি খান মুহাম্মদ মৃধার প্রাচীন মসজিদটি।

যেভাবে যাবেন
ঢাকার শাহবাগ থেকে রিকশাযোগে যেতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে পলাশীর মোড় দিয়ে লালবাগ কেল্লা, তার পরেই খান মুহাম্মদ মসজিদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ