রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের

'সাধনা ছাড়া ভালো লেখক হওয়া যায় না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের উদ্যোগে যাত্রাবাড়ী জোনে তরুণদের জন্য লেখালেখির বুনিয়াদি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত যাত্রাবাড়ীর কাজলায় মারকাযুল উলুম আজিজিয়া মাদরাসায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় যাত্রাবাড়ী এলাকা ছাড়াও ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লেখালেখিতে আগ্রহী তরুণরা ছুটে আছেন। প্রায় ৫০ জন তরুণ কর্মশালায় লেখালেখির নানা বিষয়ে ধারণা লাভ করেন।

কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি-ছড়াকার এবং নজরুল গবেষক মহিউদ্দিন আকবর। তিনি ছড়া-কবিতার অলিগলি এবং সাংবাদিকতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর লেখালেখি বিষয়ে তরুণদের নির্দেশনা দেন।

মারকাযুল উলুম আজিজিয়া মাদরাসার প্রিন্সিপাল ও লেখক মুফতি হেলাল উদ্দিন হাবিবীর সভাপতিত্বে লেখালেখির নানা বিষয়ে আলোচনা করেন ফোরামের সাধারণ সম্পাদক কবি মুনীরুল ইসলাম, ইসলামী বার্তার নির্বাহী সম্পাদক এমদাদুল হক তাসনিম, লেখক ও অনুবাদ শামসুদ্দীন সাদী, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ, ফোরামের সাহিত্য সম্পাদক সায়ীদ উসমান, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আনসারী, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক নকীব মাহমুদ, তরুণ লেখক মঈনুদ্দীন খান তানভীর, নাজমুল ইসলাম কাসিমী প্রমুখ।

এছাড়া কবি ও ছড়াকার শামস আরেফিন এবং তরুণ লেখক এইচ এম কাওসার বাঙ্গালী বক্তব্য দেন।

প্রধান আলোচকের বক্তব্যে মহিউদ্দিন আকবর বলেন, তরুণদের লেখালেখিতে এগিয়ে যেতে হলে ধারাবাহিক চর্চা করতে হবে। ত্যাগ ও সাধনা ছাড়া ভালো লেখক হওয়া যায় না। তিনি তরুণ লেখিয়েদের বেশি বেশি পড়ার তাগিদ দেন। এছাড়া যারা ছড়া-কবিতায় ভালো করতে চান তাদের বেশি বেশি ছড়া –কবিতা পড়ার পরামর্শ দেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ