রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায়

টেকনাফে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছে।

আজ সোমবার ভোরে উপজেলার দক্ষিণ দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিজিবির তিন সদস্য আহত হয়।

ঘটনাস্থল হতে দুটি দেশীয় তৈরী বন্দুক (এলজি), তিন রাউন্ড তাজা কার্তুজ , তিনটি লম্বা কিরিচ ও ৫০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হচ্ছে- মিয়ানমারের মংডু বুড়া সিকদার পাড়ার মৃত হারুন অর রশিদের ছেলে মো: জামাল (২৭) ও মো: জাফর আলমের ছেলে মো: ইউনুচ (২১)।

টেকনাফের বিজিবি ২ ব্যাটলিয়ন কমান্ডার লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান ঘটনার বর্ণনা করে বলেন, দমদমিয়া বিজিবি বিওপি’র টহল দল গোপন জানকতে পারে দক্ষিণ দমদমিয়া এলাকায় ইয়াবার একটি চালান মজুদ রয়েছে।

সোমবার ভোররাতে ঘটনাস্থলে গিয়ে বিজিবি টহল দল চারদিকে ঘিরে ফেলে এবং তাদের আত্মসর্মপনের জন্য আহবান করে। কিন্তু পাচারকারী চক্রটি তা না করে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে।

এক পর্যায়ে বিজিবি সদস্যরার তাদের লক্ষ্য করে পাল্টা গুলি বর্ষণ করে। প্রায় ১০ মিনিট এভাবে গুলি বিনিময়ের পর পাচারকারীরা পালিয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থল গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদেরকে প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বিজিবি’র তিন সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ