বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠ করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী মাধবপুর রাজনগরে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

৬৫ কোটি টাকায় বিক্রি হল কুরআন পাঠের চিত্রটি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন : কুরআন পাঠরত মুসলিম নারীকে নিয়ে চিত্রিত একটি তুর্কী চিত্রকর্ম রেকর্ডদামে বিক্রি হওয়ায় সম্প্রতি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। উনিশ শতকের বিখ্যাত উসমানী চিত্রশিল্পী ওসমান হামদি বে’র অঙ্কিত ওই চিত্রকর্মটি ২৮ সেপ্টেম্বর লন্ডনে এক নিলামে বিক্রি হয়েছে।

মোট ৬.৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড মূল্যে চিত্রকর্মটি বিক্রয় করা হয়, যা বাংলাদেশী প্রায় ৬৫ কোটি টাকার সমপরিমাণ। আন্তর্জাতিক নিলামে এর আগে কোন তুর্কী চিত্র এতো দামে বিক্রি হয়নি ।

তুরস্কের আরবি গণমাধ্যম তুর্কী প্রেসের বরাতে স্কাই নিউজ আল আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, চিত্রটিতে মূলত ১৮৮০ সালে একজন মুসলিম নারীর বসে বসে কুরআন পাঠ করার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর অত্যন্ত নিপুণতার সঙ্গে এটি এঁকেছেন তুর্কী ক্যালিগ্রাফার উসমান হামদি বেক।

উসমান হামদি বে’র অঙ্কিত ‘কুরআন পাঠরত বালিকা’ (Girl Reading the Quran) শিরোনামের এই চিত্রটি অঙ্কিত হয় ১৮৮০ সালে। ৪১.১ x ৫১ সেন্টিমিটার আয়তনের ক্যানভাসের উপর তেলরঙে অঙ্কিত এই চিত্রকর্মটিতে ওসমান হামদি বে তার নিজস্ব ভঙ্গিতে তৎকালীন ওসমানী সাম্রাজ্যের নাগরিকদের ঘরের অভ্যন্তরীণ চিত্র তুলে ধরেছেন এবং এর মাধ্যমে তুর্কি ইসলামি সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছেন।

শুরুতে কেউ ধারণা করেনি যে চিত্রটি এত দামে বিক্রি হবে, অথচ সবার ধারণা পাল্টে রেকর্ডদামে এটি বিক্রি হলো। বিশেষজ্ঞদের মতে, কৃরআন সম্পর্কীয় হওয়ায় চিত্রটির প্রতি ক্রেতাদের এতো আগ্রহ এবং তারা এতো মোটা অংক খরচ করে এটি কিনেছেন।

উল্লেখ্য, উসমান হামদি বেক (১৮৪২-১৯১০) ছিলেন বিখ্যাত একজন তুর্কী প্রত্নতত্ত্ববিদ, চিত্রশিল্পী ও চিন্তাবিদ। ১৮৪২ সালে তৎকালীন ওসমানী সাম্রাজ্যের রাজধানী ইস্তানবুলে জন্মগ্রহণকারী উসমান হামদি বে আধুনিক তুর্কি চিত্রশিল্পের এক অগ্রদূত। তুর্কি চিত্রকলায় তিনি আধুনিক এক ধারা সৃষ্টি করেন। তিনি ইস্তাম্বুলের কাযীকই পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন। ১৯১০ সালে ইস্তানবুলে তিনি ইন্তেকাল করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ