রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

রাতে ঘুমানোর আগে সফলরা যা করেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুশরা জান্নাত: সকলেই সফল হওয়ার রহস্য তালাশ করে থাকেন। এ ক্ষেত্রে সফল ব্যক্তিদের দিনরাতের অনুসরণ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ কারণে আজ সফল মানুষেরা ঘুমানোর আগে কী করেন তা তুলে ধরা হলো।

১. দিনের কাজ দিনেই গুছিয়ে ফেলেন

সফল মানুষেরা দিনের যেসব কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে ফেলে। ইতি টেনে নেন দৈনিক কাজের। সহসা গভীর রাতে টেনে নিয়ে যান না দিনের কাজ। একটি নির্দিষ্ট জায়গাতে শেষ টানেন প্রাত্যহিক কাজ।

২. তারা বই পড়ে

পৃথিবীর বেশিরভাগ সফল লোকের অসাধারণ পাঠক। তারা অন্যরা কি বলেছে, কি লেখেছে সেখান থেকে শেখার চেষ্টা করেন। বিল গেটস রাতের বেলা বই বা আর্টিকেল পড়েন ঘুমানোর আগ পর্যন্ত। মার্ক জুকারবার্গ ও নিয়মিত পড়াশুনা করেন।

৩. পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটান

পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটালে আপনি ভালো বোধ করবেন। বন্ধুদের সাথে খোশগল্প আপনার শরীরে উপকারী হরমোন নিঃসরন ঘটায় যা সুস্থতার জন্য জরুরী। সন্ধ্যা বেলাটা তাই পরিবার ও বন্ধুদের সাথে কাটালে ভালো ঘুম হতে পারে যেটা আগামী দিনটি শুরু করার জন্য দরকার!

৪. তারা আগামী দিনের পরিকল্পনা করে ফেলে

সফল লোকেরা সফল কারণ তারা পরিকল্পনায় সফল। বলা হয়ে থাকে যদি তুমি সফল হওয়ার জন্য তুমি কোন পরিকল্পনা না করো তাহলে তুমি ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছো। সফল লোকেরা তাই আগামীদিন কি করবে তার খসরা করে ফেলে। পরিকল্পনা লেখার জন্য রয়েছে ডায়রী, খাতা বা আধুনিক নোটবুক, ল্যাপটপ, স্মার্টফোন বা এন্ড্রয়েড সেটটি!

৫. দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেয়

সফল লোকদের জগতটা বিশাল। ইচ্ছা করলে ২৪ ঘন্টাই ব্যস্ত থাকতে পারেন। কিন্তু শরীর ও মন ও তো আছে। শরীর-মনের সুস্থতার জন্য স্বাভাবিক ঘুম ও বিশ্রাম জরুরী। ভালো ঘুমের জন্য বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে হবে। আমাদের মোবাইল ও কম্পিউটার আমাদেরকে সবসময় সংযুক্ত রাখে। কিন্তু আপনাকে নিজের সাথেও তো সময় কাটাতে হবে। রাতে সফল মানুষেরা তাই আনপ্লাগ করে ফেলেন মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কম্পিউটার থেকে।

সূত্র: বিজনেস ওয়ার্ল্ড

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ