বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ময়মনসিংহ ইসলামি বইমেলার শেষ দিনে মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউটে আয়োজিত পাঁচ দিনব্যাপী ইসলামি বইমেলার শেষ দিন ছিল আজ। মহান বিজয় দিবস উপলক্ষ্যে সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির আয়োজনে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল এ মেলা। কতকিছু ডট কমের ব্যবস্থাপনায় গত ১২ তারিখ থেকে শুরু হওয়া বইমেলা আজ রাতে শেষ হচ্ছে।

মেলায় প্রথম দিন থেকেই বই প্রেমীদের সমাগম ছিলো চোখে পড়ার মতো। আজ শেষ দিনে মেলাপ্রাঙ্গণের স্টলগুলোতে ছিল পাঠকদের উপচে পড়া ভিড়। মূলত শিশু, কিশোর এবং স্কুল-কলেজ, মাদারাসার শিক্ষার্থীরা দল বেধে বইমেলায় এসেছেন। মেলার শেষ দিন হওয়ায় তালিকা ধরে বই কিনছেন সবাই।

মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীর বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যন্য দিনের তুলনায় আজ ক্রেতাদের চাপটা ছিলো খুব বেশি। ইসলামি বইমেলাতে এতো পাঠকের উপস্থিতি প্রকাশকদেরও অভিভূত করেছে।

মেলা কতৃপক্ষ আছরের নামাজের পর একটি বিনোদন মূলক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। যেখানে ৩০টি প্রশ্নের উত্তরে ৩০জনকে বিজয়ী করে এবং তাদের হাতে পুরষ্কার তুলে দেয়।

এর আগে ময়মনসিংহের নন্দিত লেখক মাসিক আত-তাহযীবের সম্পাদক ডা. মো.আবু সাইদ সরকারের  উপন্যাস ‘কে সে’-এর মোড়ক উন্মোচন করা হয়।

সন্ধার পর মেলাপ্রাঙ্গণে উপস্থিত হন কথাসাহিত্যিক সালাহুদ্দিন জাহাঙ্গীর। সেখানে তিনি  শিকড় সাহিত্য মাহফিলের সাথী ও সিরাত সাহিত্য চর্চা কেন্দ্রের পরিচালক মুফতি আমির ইবনে আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ময়মনসিংহ মুসলিম ইনিস্টিটিউট গণগ্রন্থাগারের সেক্রেটারি, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চেয়ারম্যান প্রফেসর ড.গাজী হাসান কামালের হাতে, গ্রন্থাগারের জন্য কিছু বই উপহার দেওয়া হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ