রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

বিশ্বের সবচেয়ে লম্বা কুরআন লিখে রেকর্ড গড়লেন পাকিস্তানের ইমতিয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আলফরুক।।

পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা ইমতিয়াজ হায়দার পৃথিবীর সবচে লম্বা কুরআন শরিফ হাতে লিখে শেষ করেছেন।

ডেইলি পাকিস্তানের এক ভিডিও সাক্ষাৎকার থেকে জানা যায়, তিন হাজার চার শত এগার ফুট লম্বা এ কুরআন শরিফটি লিখতে তার সময় লেগেছে দীর্ঘ এক বছর। কিলোমিটার হিসাবে যা ১.২৫ কিলোমিটারের সমান। এটি সম্পন্ন করতে প্রতিদিন প্রায় ত্রিশ ফুট লিখতে হয়েছে তাকে। চারশর মত কলম লেগেছে এটি লিখতে।

এ কুরআন শরিফে মোট চার রকমের কালি ব্যবহার করেছেন তিনি। কালো কালিতে আয়াত, লাল কালিতে টিকা, নীল কালিতে শিরোনাম, আর গ্রাউন্ড রাখা হয়েছে সাদা কালির।

এর আগে হাতে লেখা বিশ্বের সবচেয়ে লম্বা কুরআন শরিফের রেকর্ডটি ছিল মিসরের সাদ মুহাম্মদের দখলে। যা লম্বায় ছিল তেইশ শত ফুট।

মিসরের সাদ মুহাম্মদের পরে এই গৌরবান্বিত রেকর্ডটি এখন পাকিস্তানের। ইমতিয়জ হায়দার শুধু কুরআন শরিফ লিখেই ক্ষান্ত হননি। এর পাশাপাশি আল্লাহ তাআলার নিরানব্বই আল আসমাউল হুসনা এবং নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র নাম সমূহও লিপিবদ্ধ করেন।

মাত্র এক বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে লম্বা কুরআন শরিফের লিখার কাজ, হরকত এবং সাজসজ্জা সম্পন্ন করা ইমতিয়াজ হায়দারের অনুভূতি জানতে চাইলে তিনি ডেইলি পাকিস্তানকে বলেন, ‘আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ ছাড়া এ মহান কাজ সাধনের সামর্থ আমার আক্ষরিক অর্থেই ছিল না।

আমি কেবল শুরু করেছিলাম আল্লাহর নাম নিয়ে, বাকি কাজ এগিয়ে গিয়েছে আল্লাহর অশেষ কৃপায়। আল্লাহ অপার অনুগ্রহে এ উদ্যোগটি সম্পন্ন করার পর হৃদয়ে যে অপার্থিব অনুভূতি কাজ করেছে তা সর্বোতভাবেই ভাষার অতীত। আল্লাহ তাআলা যেনো এ কাজটিকে আমার নাজাতের উসিলা বানান।

ডেইলি পাকিস্তান থেকে ওমর আলফারুকের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ