বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠ করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী

করোনাভাইরাসে মৃতদের লাশ পোড়ানোর নিন্দা জানিয়ে মুফতি তাকি উসমানীর টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ পুড়িয়ে ফেলার প্রতি নিন্দা জানিয়ে গতকাল ৪ এপ্রিল মধ্যরাতের দিকে মুফতি তাকি উসমানী গুরুত্বপূর্ণ একটি টুইট করেছেন।

সেই টুইট বার্তায় তিনি বলেন, শ্রীলংকার সরকার করোনা ভাইরাসে আক্রান্ত মৃতব্যক্তির লাশ কাফন দাফন করার ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং মৃত ব্যক্তিটি চাই মুসলিম হোক বা অমুসলিম, নির্দেশ জারি করেছে তার লাশ পুড়িয়ে ফেলার জন্য। অথচ, লাশ পুড়িয়ে ফেললে করোনার সংক্রমণ আর অবশিষ্ট থাকবে না একথা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেনি।

পাকিস্তানের প্রসিদ্ধ এ আলেম লাশ পুড়িয়ে ফেলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর উচিত, ধর্মের বাইরে গিয়ে যারা এমন জঘণ্য কাজ করছে, তাদের এমন অমানবিক আচরণের বিরুদ্ধে বিশ্বব‍্যাপী প্রতিবাদের আওয়াজ তোলা। যাদের বিশ্ব স্বাস্থ সংস্থার সংঙ্গে যোগাযোগ আছে আপনারা অবশ্যই তাদের কাছে এ বার্তা পৌঁছে দিবেন।

প্রসঙ্গত, চীনেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা লোকদের লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে যারা মারা যাবে, তাদের মরদেহ অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে। তাই সেখানে এরোগে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার লাশ খুঁজে এনে পুড়িয়ে ফেলা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ