রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের

করোনাভাইরাসে মৃতদের লাশ পোড়ানোর নিন্দা জানিয়ে মুফতি তাকি উসমানীর টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ পুড়িয়ে ফেলার প্রতি নিন্দা জানিয়ে গতকাল ৪ এপ্রিল মধ্যরাতের দিকে মুফতি তাকি উসমানী গুরুত্বপূর্ণ একটি টুইট করেছেন।

সেই টুইট বার্তায় তিনি বলেন, শ্রীলংকার সরকার করোনা ভাইরাসে আক্রান্ত মৃতব্যক্তির লাশ কাফন দাফন করার ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং মৃত ব্যক্তিটি চাই মুসলিম হোক বা অমুসলিম, নির্দেশ জারি করেছে তার লাশ পুড়িয়ে ফেলার জন্য। অথচ, লাশ পুড়িয়ে ফেললে করোনার সংক্রমণ আর অবশিষ্ট থাকবে না একথা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেনি।

পাকিস্তানের প্রসিদ্ধ এ আলেম লাশ পুড়িয়ে ফেলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর উচিত, ধর্মের বাইরে গিয়ে যারা এমন জঘণ্য কাজ করছে, তাদের এমন অমানবিক আচরণের বিরুদ্ধে বিশ্বব‍্যাপী প্রতিবাদের আওয়াজ তোলা। যাদের বিশ্ব স্বাস্থ সংস্থার সংঙ্গে যোগাযোগ আছে আপনারা অবশ্যই তাদের কাছে এ বার্তা পৌঁছে দিবেন।

প্রসঙ্গত, চীনেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা লোকদের লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে যারা মারা যাবে, তাদের মরদেহ অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে। তাই সেখানে এরোগে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার লাশ খুঁজে এনে পুড়িয়ে ফেলা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ