বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

শিক্ষকদের জন্য বেফাকের অনুদান প্রদান শুরু: বরাদ্দ ৫ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক- নিজেদের অধীনস্থ গ্রামীন জনপদের শিক্ষকদের অনুদান বিতরণ শুরু করেছে।

এক কালীন এই অনুদান বিতরণ গত ১৪ জুলাই শুরু হয়েছে। আগামী ২৫ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে। অনুদান বরাদ্দ করা হয়েছে ৫ কোটি টাকা।

ঢাকা জেলা ও জেলা শহরের মাদরাসাগুলো ছাড়া দেশের প্রায় সাড়ে চার হাজার প্রতিষ্ঠানকে এ অনুদান প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে।

বেফাকের মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, প্রথমে দেশের চারটি বিভাগ দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। রয়েছে রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগ। এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগ দিয়ে অনুদান প্রদান শেষ করা হবে বলে জানান তিনি।

জানা গেছে, দাওরা পর্যন্ত মাদরাসায় ১৮ হাজার টাকা ও এর নিচের জামাত বিশিষ্ট মাদরাসায় ১৫ হাজার টাকা ও সর্বনিম্ম ৬ হাজার টাকা পর্যন্ত তারা অনুদান দিচ্ছেন। মোট অনুদানের জন্য বেফাকের নিজস্ব ফান্ডের ৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

এদিকে অনুদান পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রামাঞ্চলের মাদরাসা মুহতামিম ও সাধারণ শিক্ষকগণ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ