রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের

শিক্ষকদের জন্য বেফাকের অনুদান প্রদান শুরু: বরাদ্দ ৫ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক- নিজেদের অধীনস্থ গ্রামীন জনপদের শিক্ষকদের অনুদান বিতরণ শুরু করেছে।

এক কালীন এই অনুদান বিতরণ গত ১৪ জুলাই শুরু হয়েছে। আগামী ২৫ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে। অনুদান বরাদ্দ করা হয়েছে ৫ কোটি টাকা।

ঢাকা জেলা ও জেলা শহরের মাদরাসাগুলো ছাড়া দেশের প্রায় সাড়ে চার হাজার প্রতিষ্ঠানকে এ অনুদান প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে।

বেফাকের মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, প্রথমে দেশের চারটি বিভাগ দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। রয়েছে রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগ। এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগ দিয়ে অনুদান প্রদান শেষ করা হবে বলে জানান তিনি।

জানা গেছে, দাওরা পর্যন্ত মাদরাসায় ১৮ হাজার টাকা ও এর নিচের জামাত বিশিষ্ট মাদরাসায় ১৫ হাজার টাকা ও সর্বনিম্ম ৬ হাজার টাকা পর্যন্ত তারা অনুদান দিচ্ছেন। মোট অনুদানের জন্য বেফাকের নিজস্ব ফান্ডের ৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

এদিকে অনুদান পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রামাঞ্চলের মাদরাসা মুহতামিম ও সাধারণ শিক্ষকগণ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ