বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

বানভাসিদের পাশে টাঙ্গাইল জেলা ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইল জেলার কালিহাতি থানার অসহায় বানভাসিদের মাঝে অর্ধলক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় যমুনার তীরবর্তী গ্রাম ‘বেলটিয়ায়’ এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা ছাত্র জমিয়তের নেতারা প্রায় অর্ধশতাধিক বাড়িতে খুঁজে খুঁজে প্রাপ্য ব্যক্তিদের এাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পৌর সভাপতি হাফেজ সাদীমুল্লাহ সাদ্দাম, জেলার অর্থ সম্পাদক হাফেজ আব্দুল লতিফ, প্রচার সম্পাদক আতাউর রহমান, সহপ্রচার সম্পাদক মিনহাজ খান, প্রশিক্ষণ সম্পাদক রহমতুল্লাহ, স্কুল কলেজ বিষয়ক সম্পাদক আহমদ হুসাইন আকাশ, কার্যনির্বাহী সদস্য মাসউদুর রহমান, কামরুজ্জামান, জাহাঙ্গীর আলম, সাদিকুল ইসলাম প্রমূখ।

জানা যায়, টানা বর্ষণ ও বন্যায় টাঙ্গাইল জেলার কালিহাতি থানার যমুনার তীরবর্তী 'বেলটিয়া' গ্রামের অর্ধশতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেখানের মানুষেরা হয়ে পড়েছে সহায় সম্বলহীন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, চলতি অর্থবছর ঐ এলাকায় শক্তিশালী বাঁধ নির্মানের সরকারি প্রকল্প থাকলেও সে বাঁধ আর নির্মিত হয়নি। তাতে একরাতের বৃষ্টিতেই ৩০ টি বাড়ি নদীগর্ভে চলে যায়। সব হারিয়ে পথে বসে এলাকার মানুষ। ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ সে অঞ্চলে এাণ কার্যক্রম বৃদ্ধির জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ