বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

শরীয়তে পড়া না পারার জন্য শিশু নির্যাতন বৈধ নয়: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: শরীয়তে পড়া না পারার জন্য শিশু নির্যাতন বৈধ নয় বলে মন্তব্য করেছেন মাওলানা মামুনুল হক। সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারীতে মারকাজুল কুরআন ইসলামিক একাডেমির হেফজ বিভাগের এক শিশু শিক্ষার্থীকে পিটিয়েছে মাদরাসা শিক্ষক। নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে মাওলানা মামুনুল হককে ‘আপনার জিজ্ঞাসা’ নামক প্রশ্নোত্তর অনুষ্ঠানে এক ভদ্রলোক প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন। তিনি জবাব দিতে গিয়ে ভিডিওতে বলেন, শুধু মাদরাসায় কেন? বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদের ওপর মারপিটের মতো যে আচরণ দেখতে পাই-সেটা অত্যন্ত মর্মান্তিক। এগুলো অবশ্যই পরিত্যাজ্য। বিশেষ করে মাদরাসার হেফজ খানাগুলোতে-যেখানে কুরআনের শিক্ষা দেওয়া হয়। যেখানে ইসলামের শিক্ষা দেওয়া হয়। সে মাদরাসাগুলোতে কুরআনের বিধান অনুসরণ করা, আল্লাহর হুকুম মান্য করা সবার আগে তাদের অধিকার কিংবা তাদের দায়িত্ব। সুতরাং কোন মাদরাসায় শিশুর উপর নির্যাতন, অতিমাত্রায় অত্যাচার বা শাসন, অতিমাত্রায় বেত্রাঘাত এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, ‘শাসন করার বিধান ইসলামের শরীয়তের মধ্যে রয়েছে। সেখানে শাসন করার পদ্ধতি ও তার সীমারেখাও বর্ণিত আছে। ইসলামী শরীয়তের মধ্যে ছোট শিশুকে শুধুমাত্র পড়ালেখা না পারার কারণে এভাবে আঘাত করা ইসলামের শরীয়তে কখনোই অনুমতি দেয় না। হ্যাঁ বিভিন্ন সময়ে তাকে শাসন করার জন্য যতোটুকু অনুমতি বা যে নির্দেশনা রয়েছে সেটা হলো, তাকে বোঝাতে হবে। উপদেশ দিতে হবে। নির্দেশনা দিতে হবে। আর শাসন করতে হলে এমন ভাবে শাসন করতে হবে। যাতে তার শরীরের কোথাও কোন দাগ বা স্পট না পড়ে যায়। শরীরের যেকোনো জায়গায় দাগ হতে পারে এমনভাবে শাসনের সুযোগ ইসলামী শরীয়ত দেয় না।

সুতরাং এই বিষয়টা আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সারাদেশের সকল মাদরাসাগুলোতে মাদরাসার অভিভাবকদের পক্ষ থেকে, মাদ্রাসা পরিচালকদের পক্ষ থেকে কঠোর দিক-নির্দেশনা রয়েছে। এবং এ ধরনের কোনো পরিবেশ আমাদের মাদরাসাগুলোতে নেই। দু’চারটে বিচ্ছিন্ন ঘটনা যারা ঘটিয়ে থাকেন তারা অপরিণামদর্শী কাজ করেন। তারা খারাপ কাজ করেন। তাদেরকেও মাদরাসা কর্তৃপক্ষ এই বিষয়ে আরো ভালো দিক-নির্দেশনা দিবেন এবং এ বিষয়ে নজরদারি অব্যাহত রাখবেন। এটা মাদরাসা কর্তৃপক্ষের প্রতি আমাদের অনুরোধ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ