রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

টানা ৪০ দিন জামাতে ৫ ওয়াক্ত নামাজ পড়ে ‘সাইকেল’ পেলো ৪ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: টানা ৪০ দিন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়ে ‘সাইকেল’ পেয়েছে চার কিশোর। নোয়াখালী জেলার চাটখিল থানার নিশ্চিন্তপুর বাজার জামে মসজিদে নামাজ আদায় করে পুরস্কারস্বরুপ সাইকেল লাভ করেছে তারা। চারজন কিশোর সাইকেল ছাড়াও অন্যান্য কিশোররা পেয়েছে পাঞ্জাবি ও জায়নামাজ।

জানা যায়, নিশ্চিন্তপুর বাজার জামে মসজিদে পূর্ব ঘোষণা অনুযায়ী ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে চার কিশোর। তাদের মধ্যে দুজন হলো ফারহান ও আরমান। এছাড়া আরও কিছু কিশোর শুরুতে অংশ নিলেও ৪০ দিনের ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। তবে তাদের মাঝে পাঞ্জাবি ও জায়নামাজ বিতরণ করা হয়েছে।

May be an image of 12 people, people sitting and people standing

এ সময় আয়োজক মোরশেদ আলমের উপস্থিতিতে মসজিদ পরিচালনা কমিটি উপস্থিত ছিলেন। নামাজের প্রতি আগ্রহী করে গড়ে তোলার জন্য এ আয়োজন করেন মসজিদের মুসুল্লি মোরশেদ আলম।

তিনি বলেন, ‘শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য আমি এমন আয়োজন করেছি।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ