বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

মুখের জড়তা সত্ত্বেও অনবরত কোরআন পড়ছে যে শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মুতাসিম বিল্লাহ মুজাহিদ। বয়স সর্বোচ্চ ৮ এর কোঠায়। মুখে রয়েছে জড়তা। বাংলা ভাষায় যাকে তোতলামি বলে। ঠিকমত কথা বলতে পারে না। বলতে পারে না নিজের নামও। কিন্তু যখন ঐশীগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করে। তখন অনবরত পড়ে চলে। সে কি সুন্দর, সুমধুর তেলাওয়াত। মন ভরে যায়। মুগ্ধ করে তোলে চারপাশ।

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন আয়োজিত পুষ্টি কুরআনের আলো নামক হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের একটি শিশুর কথা বলছি। অনুষ্ঠানের বিচারক যখন তার নাম জিজ্ঞেস করে তখন জড়তা থাকায় ঠিকমতো নাম বলতে পারেনি। কিন্তু তেলাওয়াতের জন্য যখন প্রশ্ন করা হলো  তখন অনবরত পড়ে চলে।

অনুষ্ঠানটিতে বিচারক হিসেবে ছিলেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার মহাপরিচালক মাওলানা নেছার উদ্দিন আন নাসেরী। শিশুটির তেলাওয়াতে মুগ্ধ হয়ে তিনি এ সময় বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ‘আমার কালাম দেখি কে কত সুন্দর করে পড়তে পারে? শিশুটি তারই প্রমাণ দিয়েছে। শিশুটি এই কাজটুকু করেছে। সুন্দর করে তেলাওয়াত করেছে।’

অনুষ্ঠানের আরেকজন বিচারক মো. নাদির মাহমুদ। তিনি বলেন, ‘যে শিশু নিজের নামটি পর্যন্ত বলতে পারে না। সে কুরআনুল কারীম যখন তেলাওয়াত শুরু করে, তখন অনবদ্যভাবে কোরআন তেলাওয়াত করে। তার মুখে যেটা আছে সেটা বোঝাই যায় না।

অনুষ্ঠানের আরেকজন বিচারক ছিলেন বিখ্যাত কারী আহমদ বিন ইউসুফ আল আযহারী। তিনি বলেন, ‘বাংলাদেশের মতো এত হাফেজে কোরআন বিশ্বের অন্য কোথাও আমি পাইনি। এটি আল্লাহ তায়ালার অসংখ্য নেয়ামত আমাদের প্রতি।’

অনুষ্ঠানে আরও বিচারক ছিলেন মুফতি রাফি বিন মুনির।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ