রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর

ভর্তি শুরু হচ্ছে দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া ঢাকা-আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষে নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি শুরু হয়েছে। বিষয়ে নির্দেশনা প্রদান করেছে। আগামী ১৯ মে সকল বিভাগে ভর্তি শুরু করছে মাদরাসাটি।

মাদরাসার মুতাওল্লী মুহাম্মাদ ইমাদুদ্দীন নোমানের পরামর্শে মাদরাসার মুতামিম, মাওলানা মাহফুজুল হক কাসেমী ও শিক্ষা সচিব, মাওলানা মুসলিম উদ্দীন তা অনুমোদন করেন।

নতুন নির্দেশনা অনুযায়ী- পুরাতন ছাত্রদের জন্য বিগত শিক্ষাবর্ষ ১৪৪১-৪২হিজরীর বার্ষিক পরীক্ষায় যারা স্কলার ও প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং দারুল ইকামা কর্তৃক কোনপ্রকার অভিযোগ নেই, কেবল তারাই ভর্তির উপযোক্ত বলে বিবেচিত হবে। নতুন ছাত্রদের ভর্তির ক্ষেত্রে প্রতি জামাতে ২টি কিতাবের লিখিত ও মৌখিক পরীক্ষায় স্কলার বা প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া আবশ্যক।

যেসব কিতাবের পরীক্ষা হবে

তাকমীল জামাত: মিশকাতুল মাসাবিহ ও আল হিদায়া, ফযীলত ২য়: তাফসিরে জালালাইন ও হিদায়া ২য়, ফযীলত ১ম: শরহে বেকায়া ও নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ), নাবিয়া উলইয়া: কাফিয়া ও উসূলুশ শাসি, সানাবিয়া ৪র্থ: হিদায়াতুন্নাহু ও নূরুল ইযাহ, সানাবিয়া ৩য়: নাহভেমীর ও রওযাতুল আদাব, নাবিয়া ২য়: মিযানুছ ছরফ ও আত্বরীক ইলাল আবাবীয়াহ, সানাবিয়া ১ম: তাইসীরুল মুবতাদি ও তালিমুল ইসলাম।

ইবতিদায়ী ২য়: বাংলা, অংক (৪র্থ শ্রেণি) আরবি, ইবতেদায়ী ১ম: বাংলা, অংক (৩য় শ্রেণি) আরবি, হিফজ: মৌখিক, ভর্তির তারিখ: ৭, ৮ ও ১০ শাওয়াল, ১৪৪২হিজরী, ১৯, ২০ ও ২ মে ২০২১ ঈসায়ী রোজ বুধ, বৃহস্পতি ও শনিবার।

ফরম বিতরণ: প্রতিদিন সকাল ৮.০০টা থেকে দুপুর ১২.০০টা।
ভর্তি পরীক্ষা: প্রতিদিন ২.৩০মিনিট থেকে ৩.৩০মিনিট।
পরীক্ষার ফলাফল: বাদ মাগরিব।

আসন সংখ্যা সীমিত হওয়ায় উপরের নির্দেশনা অনুযায়ী ভর্তিচ্ছুক সকল ছাত্রকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন মাদরাসাটির শিক্ষা সচিব মাওলানা মুসলিম উদ্দীন।

ভর্তি সংক্রান্ত সকল প্রকার যোগাযোগ: মুহতামিম, মাওলানা মাহফুজুল হক- মোবাইল: ০১৭১৬৩৭৬৮৪৩। শিক্ষা সচিব- মাওলানা মুসলিম উদ্দীন, মোবাইল: ০১৮১৯১৪৪৬৮১।

উল্লেখ্য, দেশের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়ায় সাম্প্রতিক বিশেষ এক বৈঠকে মাদরাসাটির মুতাওয়াল্লি মুহাম্মাদ ইমাদুদ্দীন নোমানের পরামর্শে মাদরাসার মুতামিম নিযুক্ত হোন মাওলানা মাহফুজুল হক কাসেমী। নায়েবে মুহতামিম হিসেবে নিযুক্ত হোন মাওলানা খোরশেদ আলম কাসেমী। শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব প্রাপ্ত হোন মাওলানা মুসলিম উদ্দীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ