রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের

দেশে করোনায় শনাক্ত ও মৃতের সংখ্যা কয়েক মাসে সর্বনিম্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত ৫৫ দিনের তুলনায় মৃত্যুর এ সংখ্যা সর্বনিম্ন। এর আগে গত ২১ মার্চ মৃতের সংখ্যা ২২ জন ছিল। যা পরবর্তী দিনগুলোয় ক্রমেই বাড়তে থাকে।

এছাড়া নতুন করে আরও ২৬১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন- যা গত এক বছরের তুলনায় সর্বনিম্ন। মোট ৩৭৫৮টি নমুনা পরীক্ষায় ২৬১ জন পজিটিভ শনাক্ত হন।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন মোট সাত লাখ ৭৯ হাজার ৭৯৬ জন। এছাড়া কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১২ হাজার ১২৪ জন।

শনাক্ত ও মৃতের সংখ্যা আগের চাইতে অনেকটা নেমে এসেছে। আবার নমুনা পরীক্ষা স্বাপেক্ষে শনাক্তের হারও কমেছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হিসেবে শনাক্তের হার ৬.৯৫%। বিগত কয়েকদিন শনাক্তের হার ৭% থেকে ৯% এর ভেতরে ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ৯৬৪ জন। ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।

উল্লেখ্য, গত বছরের ৮মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর ১৮মার্চ কোভিড-১৯ রোগে প্রথম কারও মৃত্যু হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ