রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

৩০ মে থেকে ভর্তি শুরু হচ্ছে হাটহাজারী মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।।

হাটহাজারী প্রতিনিধি>

আলজামিয়াতুল আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদরাসার মজলিসে ইদারী ও মজলিসে ইলমির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ শাওয়াল ১৪৪২ হিজরী মুতাবেক ৩০ মে ২০২১ ইংরেজী রোজ রবিবার হতে জামিয়ার সকল বিভাগের নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হওয়া মর্মে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে ভর্তির অনুমতি দেওয়া হবে।

ক. প্রচলিত রাজনৈতিক ও অরাজনৈতিক কোন সংগঠন ও আইন-শৃঙ্খলা বিরোধী কোন কার্যক্রমের সাথে কোন ভাবে সম্পৃক্ত না থাকতে হবে।

খ. জমিয়ার ক্লাস ও ছাত্রবাস সহ, ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কোন প্রকার স্মাটফোন পাওয়াগেলে জব্দ করা হবে। নরমাল মোবাইল ফোন আছরের পর থেকে মাগরিব পর্যন্ত ব্যবহারের সুযোগ থাকবে।

গ. কোন ছাত্র কোন প্রকার সোস্যাল মিডিয়ায় পোষ্ট দিলে শাস্তির যোগ্য হবে।

ঘ. সর্বাবস্থায় মাদ্রাসা ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

ঙ. প্রত্যেক জামাতে কোটা ভিত্তিক ছাত্র ভর্তি করা হবে। মেধাবী ও আখলাকী ছাত্রদের প্রাধান্য দেয়া হবে।

চ. আচার- আচরণ, চাল-চলন, পোষাক-পরিচ্ছেদ তালেবুল ইলমের মান সম্পন্ন হতে হবে।

ছ. শরীয়া পরিপন্থী কোন কার্যকলাপে লিপ্ত না হতে হবে।

নতুন যুক্ত হওয়া 'কড়া' শর্তগুলো দেয়ার ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জামেয়ার এক শিক্ষক জানান, গত বছরের বেশ কিছু ঘটনায় কর্তৃপক্ষ বিবৃত। প্রশাসনসহ অনেকের কাছে বারবার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে শিক্ষকদের। তাই কর্তৃপক্ষ এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে এমন কড়া শর্ত দিয়ে ছাত্র ভর্তি নিতে সিদ্ধান্ত নিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ