রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

কোটা পূরণ: ৭ জামাতে ভর্তি বন্ধ করেছে জামিয়া মাদানিয়া বারিধারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ : রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় চলতি শিক্ষাবর্ষে কোটা পূরণ হওয়ার কারণে ৭ জামাতে ছাত্র ভর্তি নেওয়া বন্ধ করা হয়েছে। জামাত ৭টি হলো : হেদায়াতুন্নাহু, কাফিয়া, শরহেবেকায়া, জালালাইন, মেশকাত, তাকমীল ও ইফতা। এসব জামাতে ৯০% গড় ছাত্র ছাড়া কোনো ছাত্র ভর্তি নেওয়া হবে না।

আজ সোমবার (২৪ মে) দুপুরে মাদরাসার নাজিমে তালিমাত ও শায়খুল হাদিস মুফতি মকবুল হোসাইন কাসেমী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা গত (২২ মে) শনিবার সরকারের স্বাস্থ্যবিধি মেনে মাদরাসার ভর্তি শুরু করি। ভর্তি শুরুর মাত্র দুই দিনেই ৭ জামাতে কোটা পূরণ হয়ে যায়। এরপর মাদরাসার মজলিসে ইলমি থেকে এসব জামাতে ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এখনো পর্যন্ত মাদরাসার নাহবেমীর, মিজান, তাইসির, খুসুসী, ইবতেদায়ী, হিফজ বিভাগ, নাজেরা বিভাগ ও মক্তব বিভাগে ছাত্র ভর্তি নেওয়া হবে। আগামী ২৬ মে (বুধবার) পর্যন্ত কোটাপূরণ সাপেক্ষে এসব জামাতে ভর্তি চলবে।

তাই যারা এসব জামাতে ভর্তি হতে চান কিংবা যেসব অভিভাবক তাদের সন্তানদের এসব জামাতে ভর্তি করাতে চান তারা অতিসত্তর মাদরাসায় এসে ভর্তি কার্য সম্পন্ন করার জন্য মাদরাসা কর্তৃপক্ষ অনুরোধ করেছেন।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। তিনি গত বছরের ১৩ ডিসেম্বর ইন্তেকাল করেন। বর্তমানে মাদরাসার প্রধান শায়খুল হাদিস হিসেবে আছেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ