সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকাগামী চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে দুই বগি বিচ্ছিন্ন তারেক-ফখরুলের সঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবীবের সৌজন্য সাক্ষাৎ একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি এ সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার কাজ শেষ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশজুড়ে ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রায় ১  লাখ জাতীয় নির্বাচনে ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, কোন দলে কত জন? ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়া ও কিউবায় সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের  ‘গুণ ও আখলাকে হুজুর সমসাময়িকদের মধ্যে অনন্য’ বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র ও নেগরান-মুমতাহিন নিয়োগপত্র বিতরণ শুরু

কোটা পূরণ: ৭ জামাতে ভর্তি বন্ধ করেছে জামিয়া মাদানিয়া বারিধারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ : রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় চলতি শিক্ষাবর্ষে কোটা পূরণ হওয়ার কারণে ৭ জামাতে ছাত্র ভর্তি নেওয়া বন্ধ করা হয়েছে। জামাত ৭টি হলো : হেদায়াতুন্নাহু, কাফিয়া, শরহেবেকায়া, জালালাইন, মেশকাত, তাকমীল ও ইফতা। এসব জামাতে ৯০% গড় ছাত্র ছাড়া কোনো ছাত্র ভর্তি নেওয়া হবে না।

আজ সোমবার (২৪ মে) দুপুরে মাদরাসার নাজিমে তালিমাত ও শায়খুল হাদিস মুফতি মকবুল হোসাইন কাসেমী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা গত (২২ মে) শনিবার সরকারের স্বাস্থ্যবিধি মেনে মাদরাসার ভর্তি শুরু করি। ভর্তি শুরুর মাত্র দুই দিনেই ৭ জামাতে কোটা পূরণ হয়ে যায়। এরপর মাদরাসার মজলিসে ইলমি থেকে এসব জামাতে ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এখনো পর্যন্ত মাদরাসার নাহবেমীর, মিজান, তাইসির, খুসুসী, ইবতেদায়ী, হিফজ বিভাগ, নাজেরা বিভাগ ও মক্তব বিভাগে ছাত্র ভর্তি নেওয়া হবে। আগামী ২৬ মে (বুধবার) পর্যন্ত কোটাপূরণ সাপেক্ষে এসব জামাতে ভর্তি চলবে।

তাই যারা এসব জামাতে ভর্তি হতে চান কিংবা যেসব অভিভাবক তাদের সন্তানদের এসব জামাতে ভর্তি করাতে চান তারা অতিসত্তর মাদরাসায় এসে ভর্তি কার্য সম্পন্ন করার জন্য মাদরাসা কর্তৃপক্ষ অনুরোধ করেছেন।

জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। তিনি গত বছরের ১৩ ডিসেম্বর ইন্তেকাল করেন। বর্তমানে মাদরাসার প্রধান শায়খুল হাদিস হিসেবে আছেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ