রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

চার মাসে বজ্রপাতে ১৭৭ জনের মৃত্যু, আহত ৪৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসে বজ্রপাতে ১৭৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ৪৭ জন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সেভ দ্যা সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের (এসএসটিএএফ) জরিপে এমন তথ্য উঠে এসেছে।  শুক্রবার সংগঠনের পুরানা পল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বজ্রপাতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও মার্চ মাসের শেষ দিন থেকে বজ্রপাতে মৃত্যু শুরু হয়। এরপর জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মারা যান ১৭৭  জন। এর মধ্যে চলতি মাসের প্রথম সপ্তাহেই মারা গেছেন ৬৫ জন।

সংগঠনের জরিপে চলতি বছর জুন পর্যন্ত ১৪৯ পুরুষ, ২৮ নারী, ১৩ শিশু ও নয় কিশোর-কিশোরী বজ্রপাতে মারা গেছেন। আহত হয়েছেন ৪৭ নারী-পুরুষ।

এ সময়ে কৃষিকাজ করতে গিয়ে ১২২, ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে ১৫, ঘরে অবস্থানকালে ১০, মাছ ধরতে গিয়ে ছয়, গরু আনতে গিয়ে পাঁচ, মাঠে খেলার সময় তিন, বাড়ির আঙিনায় খেলার সময় ছয়, ভ্যান/রিকশা চালানোর সময় দুই এবং গাড়ির ভেতরে অবস্থানকালে বজ্রপাতে একজনের মৃত্যু হয়।

এ বছর সিরাজগঞ্জ জেলা বজ্রপাতের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। এ জেলায় চলতি বছরের মে এবং জুন মাসে মারা গেছেন ১৮ জন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার।  আরো উপস্থিত ছিলেন বজ্রপাত বিশেষজ্ঞ ড. মুনির আহমেদ, এসএসটিএএফ’র সাধারণ সম্পাদক রাশিম মোল্লা, সংগঠনের গবেষণা সেলের নির্বাহী প্রধান আব্দুল আলীম, এসএসটিএএফ’র ভাইস প্রেসিডেন্ট এমদাদ হোসাইন মিয়া, নির্বাহী পরিচালক রানা ভূইয়া, নূরে আলম জিকু প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ