সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকাগামী চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে দুই বগি বিচ্ছিন্ন তারেক-ফখরুলের সঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবীবের সৌজন্য সাক্ষাৎ একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি এ সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার কাজ শেষ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশজুড়ে ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রায় ১  লাখ জাতীয় নির্বাচনে ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, কোন দলে কত জন? ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়া ও কিউবায় সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের  ‘গুণ ও আখলাকে হুজুর সমসাময়িকদের মধ্যে অনন্য’ বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র ও নেগরান-মুমতাহিন নিয়োগপত্র বিতরণ শুরু

অগণিত বই পড়ে চমকে দিল ১০বছরের কন্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাকালে বন্দী সময়ের চাপ কমাতে তুরস্কের নাসা দাওনাহ নামের এক শিশুকন্যা পৌনে দুইশ বই পাঠ করে চমকে দেন সবাইকে। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর গত এক বছরে ১০ বছর বয়সী এই শিশু এতগুলো বই পাঠ করে।

শিশুটি তুরস্কের উসমানিয় প্রদেশের শুকুরুভা এলাকায় অধিবাসী। গত বছর তাঁর বাবা করোনায় আক্রান্ত হন। তখন পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে থাকতে হয়। এই সময়ে সে ১৭৫টি বই পড়ে শেষ করে। ইস্তাম্বুলের আইউব সুলতান এলাকায় প্রাথমিক স্কুলে পড়ে শিশু নাসা। শৈশব থেকে তাঁর পড়াশোনার আগ্রহ তৈরি হয়।

নাসা প্রতিদিন মধ্যম ধরনের বইয়ের প্রায় ৯০ পৃষ্ঠা পড়ত। এ সময়ে বিভিন্ন বিষয়ের অনেক বই পড়ে। এমনকি আন্তর্জাতিক মানের ক্লাসিক্যাল বইও সে পড়ে শেষ করে। মূলত পড়তে শেখার পর থেকে নিয়মিত সে বই পাঠ শুরু করে। যা পরবর্তীতে তার অভ্যাসে পরিণত হয়।

নাসা বলেন, ‘প্রতিদিন আমার খালা ফোন দিয়ে প্রতিদিন বই পড়ার পরামর্শ দেন। এরপর থেকে আমি পঠিত বইয়ের সারাংশ তৈরি করতাম। এবং রাতেরবেলা উভয়ে তা নিয়ে আলোচনা করতাম।’

নাসার মা মারয়াম তাশতাবাহ জানান, ‘নাসা খুবই মেধাবী ও পরিশ্রমী মেয়ে। বই পড়ার পাশাপাশি সে গৃহস্থালী অনেক কাজে সহায়তায় এগিয়ে আসে। সে ছোট থাকাকালে আমি ও তার বাবা পালাক্রমে তাকে বই পড়ে শোনাতাম। এখন বই পড়া তার অভ্যাসে পরিণত হয়েছে। এখন সে আমাদের কাছে খেলাধুলার বদলে শুধুমাত্র বই আর বই চায়। প্রতি রমজানে ইস্তাম্বুলের বইমেলায় সে খুব আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করে।’ সূত্র : আনাদোলু এজেন্সি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ