রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইরানের নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানিয়েছেন। রায়িসিকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং ভ্রাতৃপ্রতীম ইরানি জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে লেখা বার্তায় শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, সুদীর্ঘকাল ধরে বাংলাদেশ ও ইরানের মধ্যে ভ্রাতৃপ্রতীম সম্পর্ক বিদ্যমান রয়েছে যা আপনার দায়িত্ব পালনের সময় উত্তরোত্তর শক্তিশালী হবে।

ইংরেজিতে লেখা অভিনন্দন বার্তায় আরও বলা হয়েছে, ‘আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঘটনা প্রমাণ করে আপনার নেতৃত্বের প্রতি ইরানের জনগণের বিশ্বাস ও গভীর আস্থা রয়েছে।’

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে লেখা বার্তায় শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, সুদীর্ঘকাল ধরে বাংলাদেশ ও ইরানের মধ্যে ভ্রাতৃপ্রতীম সম্পর্ক বিদ্যমান রয়েছে যা আপনার দায়িত্ব পালনের সময় উত্তরোত্তর শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, ‘আমি আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করছি এবং ভ্রাতৃপ্রতীম ইরানি জনগণের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করছি।’

গত শুক্রবার (১৮ জুন) ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে শতকরা প্রায় ৬২ ভাগ ভোট পেয়ে বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ