রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’

বিশিষ্ট বুজুর্গ শাহ আলী বোগদাদি রহ. এর বংশধর গেরদার বড় মিয়ার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

সুদূর মধ্যপ্রাচ্য হতে ইসলাম প্রচারে বাংলাদেশে আসা বিশিষ্ট বুজুর্গ শাহ আলী বোগদাদি রহ. এর বংশধর, ফরিদপুরের ঐতিহ্যবাহী গেরদা মিয়া বাড়ির (দরগা বাড়ি) সন্তান, মরহুম সৈয়দ হায়দার আলীর ষষ্ঠতম পুত্র মরহুম সৈয়দ মো. আশরাফ আলী ওরফে বড় মিয়া (৭২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শনিবার (২৬জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি অকৃতদার ছিলেন।

আজ রোববার সকাল ১১টার দিকে গেরদা দরগা বাড়ি জামে মসজিদে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ফরিদপুর রাইফেলস ক্লাবের সহ-সভাপতি ছিলেন। তাঁর ভাই সৈয়দ আবু সালাম মো. আলম ঢাকা কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং গৌরিপুর কলেজের অধ্যক্ষ ছিলেন।

ব্যক্তি জীবনে সৈয়দ আশরাফ অত্যন্ত বিনয়ী ও পরিচ্ছন্ন নেতৃত্বের অধিকারী ছিলেন। তিনি বেশ কয়েকবার হজ্জব্রত পালন করেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন এবং গভীরভাবে অধ্যয়ন করতেন। এতদঅঞ্চলের ইসলামের ইতিহাস নিয়ে তিনি গবেষণা করতেন।

শোক প্রকাশ: সৈয়দ মো. আশরাফ আলীর মৃত্যুতে ফরিদপুরের সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ