রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন হলে সেটি প্রহসনের হবে : বুলবুল

আলেম সাংবাদিক মাওলানা মাসউদুল কাদিরের বাবার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: আলেম সাংবাদিক মাওলানা মাসউদুল কাদিরের বাবা আলহাজ্ব শেখ আমির হোসাইন ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার বিকাল ৪ টা ১৫ মিনিটে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার ছেলে মাওলানা মাসউদুল কাদির আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার বাবার হার্নিয়া অপারেশন করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। অপারেশন সাকসেসফুলও হয়। বাবা মোটামুটি সুস্থ হয়ে উঠেছিলেন। এরপর ডাক্তারের বক্তব্য মোতাবেক তিনি স্ট্রোক করেছেন।’

আলহাজ্ব শেখ আমির হোসাইন হবিগঞ্জের নিজ গ্রামের মসজিদে দীর্ঘদিন সভাপতি ছিলেন। মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে ৮ ছেলে ১ মেয়ে রেখে যান তিনি। সন্তানরা সবাই অনার্স কমপ্লিট করেছেন। ছেলেদের মাঝে তিনজন আলেম। আলহাজ্ব শেখ আমির হোসাইন ব্যক্তিজীবনে ব্যবসায়ী ছিলেন।

মাওলানা মাসউদুল কাদিরের বাবার ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক

এদিকে দীর্ঘদিনের সহপাঠী ও বন্ধু মাওলানা মাসউদুল কাদিরের বাবার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

এক শোক বার্তায় তিনি বলেন, ‘মাওলানা মাসউদুল কাদিরের বাবা হারানোর কষ্ট আমাকেও ব্যথিত করেছে। তার বাবা হারানোর কষ্ট আমিও অনুভব করছি। তিনি তার ভক্তবৃন্দ সবার কাছে মাওলানা মাসউদুল কাদিরের বাবার জন্য মাগফেরাতের দোয়া কামনা করেছেন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ