বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

এসএমএসের মাধ্যমে জানা যাবে তাকমিল পরীক্ষার ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ।।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর কেন্দ্র পরীক্ষার রেজাল্ট জানা যাবে মোবাইলের এসএমএস-এ।

এসএমএস-এর মাধ্যমে কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট জানতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের অক্ষর এ লিখতে হবে HTR। এরপর স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নাম্বার লিখে সেন্ড করতে হবে ২৯৯৩৩ এই নম্বরে।

এছাড়া ফলাফল দেখার জন্য শিক্ষার্থীরা ভিজিট করতে পারেন হাইয়াতুল উলইয়ার ওয়েবসাইট ও ফেসবুক পেজ।

No description available.

প্রসঙ্গত, বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের সর্বোচ্চ শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় পরীক্ষা উপকমিটি ও স্থায়ী কমিটির যৌথ উদ্যোগে বৈঠক শুরু হয়েছে।

আজ রোববার (১৮ জুলাই) সংস্থাটির কেন্দ্রীয় অফিস রাজধানীর আরামবাগে সকাল দশটায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর (ভারপ্রাপ্ত) সভাপতি ও যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

উপস্থিত আছেন হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা মুফতি রুহুল আমিন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শামছুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুশতাক আহমদ, মাওলানা নূরুল আমিন ফরিদাবাদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুফতি জসীমুদ্দীন,  মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) প্রমূখ।

হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষা উপকমিটির সদস্যের মধ্যে উপস্থিত আছেন, মাওলানা মুহাম্মদ যুবায়ের, মাওলানা আমিনুল হক, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মুফতী নাসীরুদ্দীন, মাওলানা মুফতি আহমদ আলী, মুফতী নূরুল ইসলাম, মুফতী ওবায়দুল্লাহ হামজা, মুহিব্বুলহ হক, মুফতি এনামুল হক, মুফতি এমদাদুল্লাহ কাসেমী, মাওলানা মুহা. অছিউর রহমান প্রমূখ।

অফিস সূত্রে জানা গেছে, চলমান বৈঠকে সভাপতির অনুমোদক্রমে গতবছরের তাকমিল পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। এরপর দুপুর ১২ টা ৩০ মিনিটে সংস্থাটির ওয়েবসাইটে ফলাফল উন্মুক্ত করা হবে। পরীক্ষার্থীরা হাইয়াতুল উলইয়ার ওয়েবসাইটে (ওয়েবসাইট লিঙ্ক) রোল নং দিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবেন।

এছাড়া আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর ভেরিফাইড ফেসবুক পেজেও ফলাফল লিঙ্ক দেওয়া থাকবে বলে জানিয়েছেন অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ