রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত

‘করোনা শিগগিরই সর্দি-কাশির মতো একটি সাধারণ রোগের মত হয়ে যাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিকাকরণই করোনা থেকে বাঁচার একমাত্র পথ বলে জানিয়েছিলেন সমস্ত চিকিৎসক গবেষকরা। এবার অক্সফোর্ডের মেডিসিনের এক অধ্যাপক জানাচ্ছেন, টিকাকরণের হাতধরেই আসবে সম্পূর্ণ করোনামুক্তি এবং আগামী বছরের মধ্যেই সর্দি-কাশির মতোই একটি সাধারণ রোগে পরিণত হবে করোনা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক স্যার জন বেল একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভাইরাসটি আগামী বছরের বসন্তকালের মধ্যেই সাধারণ জ্বর-সর্দির মতো একটি রোগে পরিণত হওয়ার সম্ভাবন রয়েছে।

ঠিক কী কারণে এই দাবি করছেন তিনি?

উত্তরে মেডিসেনের অধ্যাপক জানিয়েছেন, ভ্যাকসিন এবং অনেকদিন (প্রায় দুবছর) ভাইরাসের সঙ্গেই বসবাস করার ফলে করোনার বিরুদ্ধে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুই বছর আগের থেকে অনেকটাই বেড়েছে। অধ্যাপক আরও যোগ করেছেন শীতকাল চলে যাওয়ার পরে পরিস্থিতি ঠিক হয়ে যাবে।

তিনি আরও বলেন, আপনি যদি করোনা সংক্রমণের গ্রাফটা দেখেন তাহলে বুঝতে পারবেন ছয় মাস আগে করোনা সংক্রমণ নিয়ে আমরা যে জায়গাতে ছিলাম তার তুলনায় অনেক ভালো অবস্থায় আছি এখন। এনএইচএসের উপর চাপ অনেকাংশে হ্রাস পেয়েছে। আপনি যদি কোভিডে মৃত্যুর সংখ্যার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যারা মারা গিয়েছেন তারা বয়স্ক মানুষ। এবং ঠিক কী কারণে তাঁরা মারা গিয়েছেন সেটা সম্পূর্ণরূপে পরিষ্কার নয়। এই সমস্ত মৃত্যুর কারণ যে কোভিডই সেটাও পরিস্কার নয়। এমনকি ডেল্টা সংক্রমণ থেকেও মানুষ স্বাভাবিকভাবে সুস্থ হয়ে উঠেছেন।

তিনি জোর দিয়ে বলেন যে আক্রান্তের সংখ্যা বেশ বেশি, কিন্তু যাদের দুটি টিকা আছে এবং যারা সংক্রামিত তারা এখনও শক্তিশালী হার্ড ইমিউনিটি অর্জন করবে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রফেসর ডেম সারাহ গিলবার্ট, যার কাজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন তৈরিতে সহায়তা করেছিল তিনিও এক সময় বলেছিলেন করোনা ভাইরাস চারদিকে ছড়িয়ে পড়ার পর দুর্বল হয়ে যায়। ডেম সারাও এবার জানিয়েছেন যে, আগামীতে কোভিড-১৯ হালকা একটি রোগে পরিণত হবে।

পাশাপাশি তিনি করোনার আরও মারাত্মক নতুন রূপের আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন। বুধবার রয়্যাল সোসাইটি অফ মেডিসিনের একটি ওয়েবিনারে, সারাহ বলেছেন যে, করোনাভাইরাসের এমন কোনও স্ট্রেন তৈরি হওয়ার সম্ভাবনা নেই যা ভ্যাকসিনকে পুরোপুরি এড়িয়ে যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ