বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

রাত পোহালেই ক ইউনিট দিয়ে শুরু ঢাবি ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বহুল প্রতীক্ষিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অবশেষে শুরু হতে যাচ্ছে। ১লা অক্টোবর শুক্রবার ক ইউনিট দিয়ে শুরু হচ্ছে এই বিশাল কর্মযজ্ঞ।

ঢাকায় ও ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষায়, সার্বিকভাবে প্রস্তুত বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ। এমন আয়োজন এই প্রথম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অথচ বাকি ৭ বিভাগের উচ্চশিক্ষা গ্রহণের প্রতিষ্ঠানগুলোও প্রস্তুতি নিচ্ছে। এসব প্রতিষ্ঠান শুক্রবার পরীক্ষাকেন্দ্র হিসেবে ভূমিকা পালন করবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদিকুল আরেফিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে আমি শক্তিশালি দল গঠন করেছি। এবং একইসাথে বিভিন্ন কমিটি দিয়ে সকল রকমের কর্যক্রম সম্পূন্ন করেছি।

ক ইউনিটে ভর্তি পরীক্ষায় ঢাকায় অংশ নেবে ৫৮ হাজার ৩০৬ জন। ঢাকার বাইরে ৫৯ হাজার ৩১৭ জন। সব মিলিয়ে পরীক্ষার মোট কেন্দ্র ১৩৭ টি। ঢাকা বিভাগে ৮০টি এবং অন্যান্য বিভাগে ৫৭টি কেন্দ্র।

অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ক ইউনিটে ভর্তি পরীক্ষার ব্যাপারে যা যা করা দরকার তাই করা হয়েছে। এর জন্য ট্রাকিং সিস্টেম করা হয়েছে। আশা করি সমস্যা হবেনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ৫ই অক্টোবরের আগে খুলছে না বলে, আপাতত পরীক্ষার্থীদের অনানুষ্ঠানিকভাবে থাকার সুযোগ হচ্ছে না। একইভাবে সুযোগ নেই ঢাকার বাইরের কেন্দ্রগুলোর ক্ষেত্রেও।

বিকেন্দ্রীকরণ পদ্ধতির ভর্তি পরীক্ষাকে ইতিবাচক উল্লেখ করে, তা অব্যাহত রাখার পক্ষে সংশ্লিষ্টরা। একইভাবে শনিবার খ ইউনিট, ২২শে অক্টোবর গ ইউনিট এবং ২৩শে অক্টোবর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ