রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

হযরত আসমা রা. এর দান করার অনুপম পদ্ধতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের: তিনি সাহাবিয়ে রাসূল হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণবতী মেয়ে৷ শুরুর দিকে তিনি হিসেব-নিকেশ করে খরচ করতেন৷ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাঁকে এইভাবে হিসাব কষে কষে খরচ করতে নিষেধ করেন৷

যেটুকু সম্ভব হয় খরচ করার পরামর্শ দেন৷ তখন থেকে তিনি বেশি পরিমানে দান-সদকাহ করতেন৷ হিসেব-নিকেশ ছাড়া মুক্তমনে দান করতেন৷

তিনি নিজের মেয়ে ও ঘরবাসীদেরকেও বেশি বেশি দান করার উপদেশ করতেন৷ তাঁদেরকে বলতেন, আল্লাহ তাআলার রাস্তায় দান করার জন্যে প্রয়োজনের অতিরিক্ত টাকা-পয়সার জন্যে অপেক্ষা করো না৷ প্রয়োজন সারার পর দান করার সুযোগ খুঁজো না৷ কারণ, যদি প্রয়োজনের অতিরিক্ত অংশ দান করার সুযোগ সন্ধানী হও, তাহলে আর দান করার সুযোগ কখনো আসবে না৷

তোমাদের দ্বারা আর দান করা সম্ভব হবে না৷ কারণ, দিন দিন প্রয়োজন বেড়েই চলতে থাকে৷ মানুষের প্রয়োজন কখনো কমে না৷ প্রয়োজন থাকা সত্ত্বেও দান করতে থাকো, কারণ, দান-সদকাহ দ্বারা কখনো সম্পদ কমে না৷ বরঞ্চ দান-সদকাহ দ্বারা সম্পদ বৃদ্ধির কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে৷ সুতরাং দান করার জন্যে প্রয়োজনের অতিরিক্ত অংশের অপেক্ষা করো না৷

একটি হাদিসে অভাব-অনটনের সময়ে করা দানকে সর্বোত্তম দান বলে উল্লেখ করা হয়েছে৷ আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় দান করার তাওফিক দান করুন৷ আমীন৷ সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ