রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

হজরত সাইয়েদ ইয়াহইয়া বিন মুআজ রহ এর মূল্যবান কিছু ওয়াজ-নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের

তিনি তাঁর সাথীদেরকে বলতেন, তোমরা তিন শ্রেণীর লোকের সংশ্রব থেকে দূরে থাকো৷ ১ৡ গাফেল আলেম৷ ২ৡ চাটুকার কারী৷ ৩ৡ জাহেল সুফি৷ যে সুফিরা দীনের জরুরি ইলম শেখার আগেই ইবাদতে লিপ্ত হয়ে যায়৷

তিনি বলতেন, যে ব্যক্তি নিজ মুরব্বীর কাজ দ্বারা উপকৃত হতে পারেনি৷ তাহলে সে তাঁর কথা বা নসিহত দ্বারাও উপকৃত হতে পারবে না৷

তিনি বলতেন, যতক্ষণ মানুষের অন্তর দুনিয়ার মহব্বতের সাথে জড়িয়ে থাকবে, ততোক্ষণ তাদের মধ্যে দীন অসম্পূর্ণ থেকে যাবে৷

তিনি বলতেন, আমলকারী আলেমগণ উম্মতে মুহাম্মাদির জন্য মা-বাবার চেয়েও বেশি দয়াবান৷ লোকজন এই কথার রহস্য জানতে চাইলে তিনি কারণ হিসাবে বলেন, মা-বাবা তো তাদেরকে দুনিয়ার আগুন থেকে হেফাজত করে থাকেন৷ দুনিয়ার কষ্ট থেকে বাঁচিয়ে রাখেন৷ কিন্তু আমলকারী আলেমগম মানুষদেরকে পরকালের কষ্ট ও আগুন থেকে হেফাজত করেন৷

তিনি বলতেন, সাধারণ লোকেরা জান্নাতেও আলেমদের মুখাপেক্ষী থাকবে৷ লোকেরা এই কথার কারণ জানতে চাইলে তিনি বলেন, জান্নাতে সাধারণ লোকদেরকে যখন নিজের পছন্দের জিনিস চাইতে বলা হবে, তখন কী চাইতে হবে এটি তাদের বুঝে আসবে না৷ তখন তারা বলবে, আমরা আমাদের আলেমদের কাছে গিয়ে তাঁদের কাছ থেকে জেনে এসে বলবো৷ সুতরাং আলেমদের জন্য জান্নাতে এটি অবশ্যই সম্মানের বিষয়৷

তিনি বলতেন, মানুষ তখন জ্ঞানী আর সহনশীল প্রমাণিত হবে, যখন তারা মেয়েদের দিকে প্রবৃত্তির চাহিদা মিটানোর দৃষ্টি না করে, দয়া ও অনুগ্রহের দৃষ্টি করা শিখতে পারবে৷

তিনি বলতেন, তোমরা জিকিরকারীদের সংশ্রব গ্রহণ করো৷ কারণ, তাঁরা হলেন সর্বক্ষমতার অধিকারী মহান বাদশা আল্লাহ তায়ালার দরবারের খাদেম৷ সুতরাং আল্লাহ তায়ালার কাছে পৌঁছতে হলে, আগে তাঁদের সংশ্রব গ্রহণ করতে হবে৷

সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ