রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন হলে সেটি প্রহসনের হবে : বুলবুল

একজন সাহাবি রাষ্ট্র প্রধান পরবর্তী রাষ্ট্র প্রধানকে উদ্দেশ্য করে যে দিকনির্দেশনা করেছিলেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।। হজরত আবু বকর সিদ্দীক রাজিয়াল্লাহু তায়ালা আনহু হজরত উমর ফারুক রাজিয়াল্লাহু তায়ালা আনহুকে ডেকে বলেন, হে উমর! তুমি আল্লাহ তায়ালাকে ভয় করো।

জেনে রেখো! আল্লাহ তায়ালার জন্য কিছু দিনের আমল রয়েছে, যা তিনি রাতে হলে গ্রহণ করবেন না। কিছু আমল রাতের রয়েছে, যা তিনি দিনে গ্রহণ করবেন না। আর ফরজ আদায় না করে, নফল আদায় করলে, সেই নফল তিনি গ্রহণ করবেন না।

কেয়ামতের দিন যাদের মিজানের পাল্লা ভারি হয়ে যাবে, তাদের সেই পাল্লা দুনিয়ায় হকের অনুসরণ করার কারণেই ভারি হবে। আর যাদের পাল্লা কেয়ামতের দিন হালকা হয়ে যাবে, তাদের সেই পাল্লা দুনিয়ায় বাতিলকে অনুসরণ করার কারণেই হালকা হয়ে যাবে।

আল্লাহ তায়ালা যখন জান্নাতীদের আলোচনা করেছেন, তখন তাঁদের আলোচনা তাদের উত্তম আমলগুলো উল্লেখ করে বর্ণনা করেছেন। তাঁদের মন্দগুলিকে পরিহার করেছেন। আমি যখন তাঁদের আলোচনা করি, তখন মনে মনে বলি, নিশ্চয় আমার ভয় হয়, যদি তাঁদের দলভুক্ত আমি হতে না পারি।

আর আল্লাহ তায়ালা যখন জাহান্নামীদের আলোচনা করেছেন, তখন তাদের মন্দ কাজগুলি উল্লেখ করে তাদের আলোচনা করেছেন। এবং ভালো কাজগুলির আলোচনা করা থেকে বিরত থেকেছেন।

আমি যখন তাদের আলোচনা করি, তখন মনে মনে বলি, নিশ্চয় আশা করি, আমি যেনো তাদের দলভুক্ত না হই। তা এই কারণে যে, বান্দার মধ্যে আশা ও ভয় উভয়টিই থাকা দরকার।

যাতে শুধু আল্লাহ তায়ালার উপর আশা করেই বসে না থাকে। অন্যদিকে ভয়ের কারণে যেনো আল্লাহ তায়ালার দয়া থেকে একেবারে নিরাশ হয়ে না যায়।

হে উমর! যদি তুমি আমার ওসিয়তগুলি হেফাজত করে থাকো, তাহলে তোমার কাছে মৃত্যু অপেক্ষা অন্য কোন বস্তু প্রিয় হবে না। যে মৃত্যু অচিরেই তোমার কাছে আগত।

আর যদি তুমি আমার এই ওসিয়তগুলিকে নষ্ট করে থাকো, তাহলে তোমারা কাছে মৃত্যু অপেক্ষা অধিক অপছন্দনীয় কোন বস্তু হবে না। অথচ, তুমি মৃত্যুকে ফিরাতে অক্ষম’। সূত্র: হিলয়াতুল আওলিয়া: খ.১, পৃ.৩৬

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ