বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৫ শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াতের ৯৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা  অন্তর্বর্তী সরকারের আমলেই শুরু তিস্তা প্রকল্পের কাজ: আসিফ মাহমুদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নিউইয়র্কে ১০ লাখ মুসলিম মর্যাদার সঙ্গে বসবাস করবেন: মেয়র মামদানি টাইফুন কালমেগির আঘাত ফিলিপাইনে, নিহত ৬৬ ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান  ত্রাণ প্রবেশে বাধা, যুদ্ধবিরতিতেও ক্ষুধার্ত গাজা

সিলেটে তাকমীল সমাপনকারীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলাধীন ছাত্র জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা ও রেঙ্গা আঞ্চলিক শাখার যৌথ উদ্যোগে জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট থেকে তাকমীল ফিল হাদীস (মাস্টার্স) সমাপনকারীদের সম্মানে সংবর্ধনা ও তরবিয়তী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে মোগলাবাজারস্থ দক্ষিণ সুরমা উপজেলা জমিয়ত মিলনায়তনে উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুর রহমান রুবেল ও আঞ্চলিক শাখা সভাপতি মুজিবুর রহমান এর যৌথ সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান ও তরবিয়তী মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান ও ছাত্র জমিয়তনেতা আব্দুল হামীদ খাঁন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও তরবিয়তী মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ছাত্র জমিয়তের কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাফিজ তুফায়েল আহমদ মাহের, দলীয় সংগীত পরিবেশন করেন উত্তর কুশিয়ারা ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি আব্দুস সামাদ বিন বাহার ও শুয়াইব আহমদ।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখা'র সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য ও তরবিয়ত প্রদান করেন সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা জফির উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক কে এম তাহমীদ হাসান, রেঙ্গা আঞ্চলিক শাখা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মুহাম্মদ আলী মাবরুর, রেঙ্গা আঞ্চলিক ছাত্র জমিয়তের সহ সভাপতি জিয়াউল হক, মুশাহিদ আলী, তাজ উদ্দিন, জিয়াউল হক ভুইয়া, নিজাম উদ্দিন, আব্দুল্লাহ আল মাসরুর, পাঠাগার সম্পাদক কবি কামরুল বিন আইয়ুব, ইমাদ উদ্দিন হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত দক্ষিন সুরমা উপজেলা শাখা'র প্রচার সম্পাদক রাহাতুর রহমান মিরশাদ, অর্থ সম্পাদক আমিনুর রহমান, হাসান আহমদ,আতিকুর রহমান, শিহাব উদ্দিন, মিনহাজুর রহমান ওলি, কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাক শামিম, নাহিদ চৌধুরী, এহসান চৌধুরী, হাফিজ সিদ্দিক আহমদ, হাফিজ নুরুউদ্দিন, ইফজাল রশিদ, তাজ উদ্দিন, মতিউর রহমান মুহিম, রাহিম আহমদ, ইসমাইল আহমদ প্রমুখ।

তরবিয়তী মাহফিল শেষে জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা থেকে চলিত ২০২১-২২ সেশনের তাকমীল ফিল হাদীস (মাস্টার্স) সমাপনকারী প্রায় শতাধিক নবীন আলেমদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ