আওয়ার ইসলাম ডেস্ক: সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে গত ১৪ মার্চ আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে বাদ এশা লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়, এবং ১৫ মার্চ কেন্দ্রীয় সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর স্বাক্ষরে ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা আরম্ভ হয়। তারপর বর্তমান পরিস্থিতিতে দেশবাসীসহ বিশ্বমানবতা ও নিজেদের ইসলাহের জন্য দোয়া করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির দায়িত্বশীলগণ যথাক্রমে ১. আহ্বায়ক- উস্তাযুল হুফফাজ মাওলানা সাইফুল ইসলাম, ২. যুগ্ম আহ্বায়ক- মুফতী আনোয়ারুল হক, ৩. যুগ্ম আহ্বায়ক- শাইখুল হাদিস মুফতী কামাল উদ্দিন (কামাল হুজুর), ৪. যুগ্ম আহ্বায়ক- মাওলানা হাবিবুর রহমান, ৫. যুগ্ম আহ্বায়ক- মাওলানা আমির আহমদ, ৬. সদস্য সচিব - মাওলানা সুলাইমান ঢাকুবী, ৭. সদস্য - মাওলানা ইকবাল হোসাইন আশরাফী, ৮. সদস্য - মাওলানা হাবিব আহমদ, ৯. সদস্য - মাওলানা ইকবাল হোসাইন, ১০. সদস্য - মাওলানা আল আমিন, ১১. সদস্য - জনাব শাহ আলম তাহের।
-এটি