রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বন্যার্তদের মাঝে ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমীন বলেন, স্মরণকালের ভয়াবহ পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত হলেও এ নিয়ে ক্ষমতাসীন সরকারের দায়িত্বশীল কোনো ভূমিকা আমাদের দৃষ্টিগোচর হয়নি। মানবিক দৃষ্টিকোণ থেকেই বিভিন্ন সংগঠন, সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করলেও এখনো মানুষের দুর্ভোগ কমেনি। অতি বৃষ্টি ও ঘরবাড়িতে পানি থাকায় অনেকের বসতবাড়ী ও রাস্তাঘাট ভেংগে পড়েছে। সেজন্য ঘরবাড়ি ও রাস্তাঘাট মেরামতে সরকার সহ বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

আজ (২৬ মে) বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা শাখার পক্ষ থেকে আকস্মিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মুজিবুর রহমান খাঁন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাষ্টার নুরুল হক, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক এমাদ উদ্দিন, অফিস সম্পাদক সালমান আহমদ, খেলাফত মজলিস গোলাপগঞ্জ পৌর সহ সভাপতি মাওলানা ওলিউর রহমান, উপজেলা সহ সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মাওলানা শফি আহমদ সেলিম, বাঘা ইউনিয়ন সভাপতি মাওলানা ডা এনামুল হক শাহ, গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখা সভাপতি ওলিউর রহমান, উপজেলা দক্ষিণ শাখা সেক্রেটারি এবাদুর রহমান, পৌর সভাপতি সাদিকুর রহমান, এম সি কলেজ সেক্রেটারি মারুফ আহমদ, মুন্সী আজমল হক তালুকদার, শিপার আহমদ, আদনান হোসাইন ইমন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ