রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ভোলায় শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষার্থীর খেতাব পেলেন ইকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর ভোলা সদর উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ইহসান আরা নুর ইকরা।

সে দক্ষিণ জামিরালতা ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। গত বৃহস্পতিবার (২৬ মে) সদর উপজেলা প্রশাসন ও উপজলো মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২’ উপলক্ষে শ্রেণী কক্ষ শিক্ষার্থী ক্যাটাগরিতে ইহসান আরা নুর ইকরা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মনোনিত হয়।

দক্ষিণ জামিরালতা ফাজিল ডিগ্রী মাদ্রাসার কম্পিউটার ও আইসিটি শিক্ষক মীর নুরে আলম ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। ইহসান আরা নুর ইকরা ভোলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউল হক ও ইশরাত জাহান এর জৈষ্ঠ কন্যা।

ইহসান আরা নুর ইকরা ক্লাসে নিয়মিত (শতভাগ) উপস্থিতি, পাঠদানে গভীর মনোযোগ, মেধাবী ও শৃঙ্খলার কারণে সদর উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে মাদ্রাসা পর্যায়ে শ্রেণী কক্ষ শিক্ষার্থীর ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ মনোনিত হয়েছেন।

ইকরার এই সাফল্যে পিতা ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউল হক, মাতা ইশরাত জাহান, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা গর্বিত হয়েছেন এবং আল্লাহর শুকরিয়া প্রকাশ করেছেন। তার এই সাফল্য মাদ্রাসার মর্যাদা বাড়িয়েছে বলে শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন।

ওই মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ ইসমাইল বলেন, ইহসান আরা নুর ইকরা একজন মেধাবী শিক্ষার্থী। সে ক্লাসে শতভাগ উপস্থিত থেকে মনোযোগ সহকারে পাঠদান করে। এছাড়াও ভদ্র, শান্ত ও শৃঙ্খলার সাথে মাদ্রাসায় একজন গর্বিত শিক্ষার্থী। তার এসব গুনাবলীর কারণেই আজ সে শ্রেণী কক্ষ শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মনোনিত হয়েছে।

তার এই সাফল্য আমাদের মাদ্রাসার সম্মান বাড়িয়েছে। আমরা তাকে নিয়ে গর্বিত। সে যাতে ভবিষ্যতে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় উঠতে পারে সে জন্য সবসময় দোয়া ও শুভ কামনা রইলো।

ইহসান আরা নুর ইকরার বাবা বলেন, আমার মেয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় বাবা হিসেবে গর্ববোধ করছি। তার এই সাফল্য আমাদেরকে আনন্দিত করেছে। সে যাতে ভবিষ্যতেও সাফল্যের সাথে তার স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারে সে জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

এদিকে, সদর উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদরাসা) নির্বাচিত হয়েছেন একই মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ ইসমাইল। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে দক্ষিণ জামিরালতা ফাজিল ডিগ্রী মাদ্রাসা। এই সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বলে জানিয়েছেন মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ ইসমাইল।

তিনি জানান, আমরা সবসময় চেষ্টা করেছি শিক্ষার মান উন্নয়নের। যুগের সাথে তালমিলিয়ে আমরা শিক্ষার্থীদেরকে সঠিক পাঠদান দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় এই সাফল্য পেয়েছি। এই সাফল্যের পেছনে যারা শ্রম দিয়েছেন সকলকে মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ