রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বেড়েছে শুকনা মরিচের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা ও পাইকারি বাজারে বাড়তির দিকে রয়েছে শুকনা মরিচের দাম। দুই সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৭০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, ভারতের বাজারেও শুকনা মরিচের দাম চড়া রয়েছে। এ কারণে দেশীয় ব্যবসায়ীরা পণ্যটির আমদানি কমিয়ে দিয়েছেন। ফলে সরবরাহ স্বল্পতায় আমদানি করা শুকনা মরিচের দাম বেড়েছে। বাড়তি চাহিদার কারণে দাম বেড়েছে দেশে উৎপাদিত শুকনা মরিচেরও।

হিলি স্থলবন্দরের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, ভারত থেকে আমদানি করা তুলনামূলক চিকন ও ঝাল শুকনা মরিচ কেজি প্রতি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত দুই সপ্তাহ আগে এ মরিচ ২৮০ টাকায় বিক্রি হয়েছিল। দেশি শুকনা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে। যা গত দুই সপ্তাহ আগে বিক্রি হয়েছিলো ১৭০ টাকা দরে। সে হিসাবে ভারতীয় শুকনা মরিচ কেজি প্রতি ৪০ টাকা এবং দেশীয় শুকনা মরিচ কেজি প্রতি ৭০ টাকা বেড়েছে। দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

হিলি বাজারের কাঁচাবাজার বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, পেঁয়াজ, রসুনের দাম কিছুটা কমতে শুরু করেছে। দেশি পেঁয়াজের সরবরাহ বেশি এবং ভারত থেকে রসুন আমদানির কারণে কমেছে দাম। আদা কেজি প্রতি ৬০ টাকা দর হিসেবে বিক্রি হচ্ছে। তবে হিলি বাজারে মরিচের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। দেশি মরিচের সরবরাহ কম থাকার কারণে বেড়েছে দাম।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ