সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকাগামী চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে দুই বগি বিচ্ছিন্ন তারেক-ফখরুলের সঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবীবের সৌজন্য সাক্ষাৎ একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি এ সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার কাজ শেষ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশজুড়ে ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রায় ১  লাখ জাতীয় নির্বাচনে ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, কোন দলে কত জন? ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়া ও কিউবায় সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের  ‘গুণ ও আখলাকে হুজুর সমসাময়িকদের মধ্যে অনন্য’ বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র ও নেগরান-মুমতাহিন নিয়োগপত্র বিতরণ শুরু

ছাত্রীকে গণধর্ষণের পর কাউকে না বলতে কোরআন শরিফ ছুঁয়ে শপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মাদ্রাসাছাত্রী (৯) গণধর্ষণের শিকার হয়েছে। এ বিষয়ে কাউকে না জানাতে ধর্ষণ শেষে ওই ছাত্রীকে শপথ করানো হয় ও বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়।

আজ রোববার (৩ জুলাই) সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলো উপজেলার চনপাড়ার রফিকুল ইসলামের ছেলে আল মাহি (২২) ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. আসলাম (১৮)।

মামলায় ওই ছাত্রীর মা উল্লেখ করেন, ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী। ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায়। এ সময় তার সঙ্গে পড়তে যেত আল মাহি। শিক্ষক রফিকুল ও তার ছাত্র আল মাহি দুইজন বিভিন্ন সময় ছাত্রীকে উত্ত্যক্ত করত।

গত ২৯ জুলাই রাত ৮টায় প্রাইভেট পড়া শেষে রফিকুল ও আল মাহি দুইজন মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে এ বিষয়ে কাউকে না জানাতে ওই ছাত্রীকে পবিত্র কোরআন শরিফ ছুঁয়ে শপথ করানো হয় এবং বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়।

ওই ছাত্রীর মা বলেন, কোরআন শরিফ ছুঁয়ে শপথ করানোর কারণে বাসায় এসে আমার মেয়ে কিছু বলেনি। গত কয়েক দিন ধরে অসুস্থ হয়ে পড়লে ডাক্তার দেখানোর পর জানায় তাকে ধর্ষণ করা হয়েছে। পরে আমার মেয়ে সব কিছু জানায়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ওই ছাত্রীর মা বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই ছাত্রীকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ