শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায় এই দেশ সব ধর্মের মানুষের: ধর্ম উপদেষ্টা

মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার ফুজালা সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

চট্টগ্রামের মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার তরজে পরিচালিত মাদরাসা সমূহের প্রতিনিধি ও মেখলের প্রাক্তন ছাত্রদের ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল ২২ আগস্ট সোমবার, সকাল ৮ টা থেকে মুফতিয়ে আযম মুফতি ফয়জুল্লাহ রহ. প্রতিষ্ঠিত মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার তরজে পরিচালিত মাদরাসা সমূহের প্রতিনিধি ও মেখলের প্রাক্তন ছাত্রদের ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হবে।

সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওলামায়ে কেরাম আসা শুরু করেছেন বলে জানা যায়। প্রত্যেকের জন্য মানসম্মত থাকা, খাওয়াসহ সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে!

ফুজালা সম্মেলনে মেখল মাদরাসার প্রাক্তন তালবে ইলমদের মধ্যে বিশেষভাবে যারা উপস্থিত হবেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,
হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া, শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, নাজিমে তালিমাত আল্লামা কবির আহমদ, জামিয়া রহমানিয়া আজিজিয়ার মুফতি হিফজুর রহমান, মুফতি জিয়াউর রহমান, আল্লামা ইসহাক, মাদানিনগর মাদরাসার শায়খুল হাদিস আল্লামা ফজলুল হক, ফেনী রশীদিয়া মাদরাসার পরিচালক মুফতি শহিদুল্লাহ।

ঢালকানগর মাদরাসার মুহাদ্দিস রফি উদ্দিন, মুফতি শিব্বির নরসিংদী, মিরপুর জামিউল উলূম মাদরাসার পরিচালক মুফতি আবুল বাসার নোমানী, জিরি মাদরাসার মুহাদ্দিস মাওলানা লুৎফর রহমান, ইমদাদুল উলূম মাদরাসার পরিচালক মুফতি কিফায়াতুল্লাহ নোমানী, ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মাওলানা সলিমুল্লাহ, জামিয়া আবু বকর রা. এর পরিচালক বোরহান উদ্দিন রব্বানী, মুন্সিগঞ্জ রেকাবি বাজার মাদরাসার শিক্ষা পরিচালক মুফতি রুহুল্লা নোমানীসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ-01817-705993

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ