বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন পরিচালনা কমিটি।

বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটে যাত্রীবাহী বাস চলাচল বাধা দেওয়ায় সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকালে বরগুনা জেলা পরিবহন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেন দূরপাল্লার পরিবহনের বরগুনার কাউন্টার ইনচার্জরা।

ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা পরিবহন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক একে আজাদ বাবলু ও পরিবহন কাউন্টার পরিচালক পিলু ঘোষ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটে বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। ফলে বাসগুলো পটুয়াখালীর সুবিদখালী ও আমতলী ফেরি পার হয়ে বরগুনায় চলাচল করছে। এতে নির্ধারিত সময়ের চেয়ে তিন-চার ঘণ্টা বেশি লাগছে, যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেইসঙ্গে পদ্মা সেতুর সুফল কাজে লাগাতে পারছেন না বরগুনা সদর ও তালতলী উপজেলার সড়কপথের যাত্রীরা।

বরগুনার কাউন্টার ইনচার্জরা জানান, গত ২০ বছর ধরে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করে আসছে। বরগুনা থেকে ফেরি ছাড়া ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম এই সড়ক। হঠাৎ এই সড়ক দিয়ে দূরপাল্লার পরিবহন চলাচলে বাধা দিচ্ছেন বরিশালের রূপাতলী বাস মালিক সমিতির নেতারা। আমাদের শ্রমিকদের নির্যাতন করছেন তারা। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে বরিশালের বাস মালিক সমিতির নেতাদের নির্যাতন বেড়ে গেছে। এ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বরগুনা থেকে দূরপাল্লার সব পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

বরগুনা পরিবহন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রোকন বলেন, সম্প্রতি বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন রূপাতলী বাস মালিক সমিতি ও শ্রমিকরা। ফলে বাসগুলো পটুয়াখালীর মির্জাগঞ্জ এবং বরগুনার আমতলী ফেরি পার হয়ে বরগুনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরগুনা যাওয়া-আসা করছে। এতে ১০ ঘণ্টা সময় লাগছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছে হচ্ছে যাত্রীদের। পাশাপাশি পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। যাত্রী ভোগান্তি ও বরিশাল বাস মালিক সমিতির স্বেচ্ছাচারিতার কারণে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ