বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

চলন্ত বাসে ঢুকে পড়ল বৈদ্যুতিক খুঁটি, নিহত ১, আহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্রেন দিয়ে তোলা হচ্ছিল বিদ্যুতের খুঁটি। তার পাশ দিয়ে বিপরীতমুখী দুটি বাস যাওয়ার কথা ছিল। এ সময় একটি বাসকে জায়গা দিতে গিয়ে অপর বাসটি চলে আসে ক্রেনের কাছাকাছি। হারায় নিয়ন্ত্রণ। পরে ধাক্কা দেয় ক্রেনকে। আর তখনই ক্রেন থেকে বিদ্যুতের খুঁটি চলন্ত বাস ছেদ করে ঢুকে পড়ে ভেতরে।

এতে আহত হন অন্তত ১৫ জন। অন্য বাসটিও ধাক্কা খায় গাছের সঙ্গে। তাতে আহত হয় পাঁচজন। পরে আহতদের হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটেছে ফরিদপুর-খুলনা মহাসড়কের গঙ্গাবর্দী এলাকায়। এ ঘটনায় আহতদের মধ্যে এখনও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। নিহত ব্যক্তির নাম নজরুল। তিনি মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহণের দ্রুতগতির একটি বাস মেহেরপুর থেকে ছেড়ে আসা বিপরীতমুখী জেআর পরিবহণকে সাইড দিতে গিয়ে ধাক্কা দেয়। এতে জেআর পরিবহনটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।

এ সময় তালুকদার পরিবহণটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি তোলার ক্রেনের সঙ্গে আঘাত লাগে। এতে বিশাল আকৃতির একটি বৈদ্যুতিক খুঁটি বাসটির সামনে দিয়ে ঢুকে পেছন পর্যন্ত চলে যায়।

এই দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ফরিদপুর কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ