রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক 

হবিগঞ্জের নিখোঁজ তিন মাদরাসা শিক্ষার্থী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হবিগঞ্জের ৩ মাদরাসা ছাত্র নিখোঁজের ১০ দিনের মাথায় চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর বিকেলে নিখোঁজ হয়েছিল তারা।

উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলো, বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের হাফেজ আব্দুস শহীদের ছেলে জাকারিয়া মিয়া (১৩), নিজগাঁও গ্রামের পাকু মিয়ার ছেলে আব্দুল ওয়াহিদ (১৪) ও হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব কাটাখালী গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে রাহিম উদ্দিন (১৪)। এরা বাহুবল জামেয়া মাহমুদিয়া হামিদনগর মাদরাসার ছাত্র।

বাহুবল থানার এসআই আশিস চন্দ্র তালুকদার জানান, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ওই তিন ছাত্র চট্টগ্রামের সদরঘাট এলাকায় মালপত্র তোলার কাজ করতে থাকে। একপর্যায়ে তারা ক্ষুধায় কান্নাকাটি শুরু করে। এ সময় জনৈক আল আমিন তাদের কান্নাকাটির কারণ ও পরিচয় জানতে পেরে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ তাদের উদ্ধার করে বাহুবল থানাকে অবগত করে।

সেই দিন রাতে বাহুবল থানার পুলিশ তাদের চট্টগ্রাম থেকে নিয়ে আসে। এসআই আশিস আরও জানান, বর্তমানে তিন ছাত্র তাদের অভিভাবকদের কাছে রয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ