বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

বজ্রপাতে ইটভাটার ৫ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বজ্রপাতে প্রাণ গেছে ইটভাটার ৫ শ্রমিকের। আজ মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শোলাগাড়ি এলাকার বকুলের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। হতাহতরা পীরগঞ্জ ও গাইবান্ধার সাদুল্লাপুরের বাসিন্দা।

নিহতরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল, একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের আল আমিনের ছেলে শাহাদত, সিরুল মিয়ার ছেলে সিয়াম, আয়নাল মিয়ার ছেলে রাশেদুল এবং সোনাতলা কবুলপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জলিল মিয়া।

এছাড়া বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন মেহেদুল ইসলাম। তার বাড়ি পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে।

পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল জানান, মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের শোলাগাড়ি এলাকার বকুলের ইটভাটায় দুর্ঘটনায় পীরগঞ্জ ও সাদুল্লাপুরের ৫ শ্রমিক প্রাণ হারিয়েছেন।

তিনি আরও জানান, ইটভাটাটি রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় উভয় অঞ্চলের লোকজনই সেখানে কাজ করে। তাই হতাহতদের মধ্যে ওই দুই অঞ্চলের মানুষ রয়েছেন।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ওই এলাকায় আকাশে ঘন কালো মেঘ জমে দেখা যায়। দুই-এক ফোটা বৃষ্টিও পড়তে শুরু করে। এরইমধ্যে শুরু হয় বজ্রপাত।

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের এসআই তরিকুল ইসলাম বলেন, ইটভাটায় কাজের সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ওই শ্রমিকরা দৌঁড়ে পাশের একটি টিনের ছাপড়া ঘরে গিয়ে আশ্রয় নেন। তবে তাতে শেষরক্ষা হয়নি।

পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে ঘটনাস্থলে চারজন মারা যান। মারাত্মক আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ