শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায়

মাওলানা নজরুর রহমানের বয়ানে শুরু হলো রায়বেন্ড ইজতেমার ২য় পর্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তানে তাবলিগের কেন্দ্রীয় মারকাজ রায়বেন্ডে আজ থেকে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। পাকিস্তান ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে ৬ নভেম্বর।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাদ আসর মাওলানা নজরুর রহমানের আম বয়ানে শুরু হয়েছে ইজতেমার ২য় পর্ব। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এ পর্বে পাঞ্জাব, ফয়সালাবাদ, পশ্চিম করাচি ও ইসমাইল খান প্রদেশের মুসল্লিরা অংশ নিয়েছে।

ইজতেমা উপলক্ষে প্রায় ১০০ একর জায়গার ওপর বাঁশের খুঁটি দিয়ে প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। রায়বেন্ড মারকাজের তত্ত্বাবধানে ইজতেমার সার্বিক কাজ ও প্রস্তুতি শেষ পর্যায়ে। দেশ-বিদেশের মুসল্লিরা এখন রায়বেন্ডের মাঠে অবস্থান করছে।

রায়বেন্ড মার্কাজের অফিসিয়াল ফেসবুক থেকে জানায়, ২য় পর্বে বয়ান করবেন, বৃহস্পতিবার আসর নামাজের পর মাওলানা নাজুর রহমান, মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা, শুক্রবার, ফজরের নামাজের পর মাওলানা আব্দুল রহমান বোম্বাই, জুমার নামাজের পর
মাওলানা ইসমাইল গোধরা, আসরের নামাজের পর ক্বারী জুবায়ের বাংলাদেশ, মাগরিবের নামাজের পর মাওলানা আহমদ লট, শনিবার
ফজরের নামাজের পর মাওলানা রবিউল হক বাংলাদেশ, যোহরের নামাজের পর ভাই ফারুক বেঙ্গালুর, আসরের নামাজের পর
মাওলানা জহিরুলহাস, মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা, রবিবারে ফজরের নামাজের পরমাওলানা খুরশীদ, আখেরি মুনাজাত
মাওলানা ইব্রাহিম দেওলা।

পাকিস্তানের মেসেজ টিভির বরাতে জানা যায়, ১ম পর্বে প্রায় ৮ লাখ মানুষ অংশ গ্রহণ করেছেন। পাকিস্তানে তাবলিগ জামাতের সাথীদের সবচেয়ে বড় জমায়েত। বাংলাদেশের পর তাবলিগের বৃহৎ ইজতেমাটি হয়-পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরের রায়বেন্ডে।

উল্লেখ্য, জনপ্রিয় স্যোশাল মিডিয়া আলফাফা ডটকমের সৌজন্যে রায়বেন্ড ইজতেমা সরাসরি সম্প্রচার করছে পাকিস্তানের মেসেজ টিভি।

সূত্র: রায়বেন্ড তাবলিগের ফেসবুক পেজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ