রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

সিলেটে আঞ্জুমানের ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ: আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে সিলেটে শহরতলীর পারাইরচকের ট্রাক টার্মিনাল চত্বরে আজিমুশ্বান ইজতেমা শুরু হয়েছে। আগামীকাল জুমার পর আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটবে।

উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শায়খুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বর্ণভী রহ.- এর হাতেগড়া অরাজনৈতিক এ সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ৭৭ বছর পূর্তি উপলক্ষে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।

এতে বাংলাদেশ ছাড়াও ভারতের দেওবন্দের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত রয়েছেন। এবারের ইজতেমার মূল আকর্ষণ বৃহস্পতিবার শেষ রাতে তাহাজ্জুদ, জিকির ও দোয়া। এটি পরিচালনা করবেন বরুণার বর্তমান পীর ও আঞ্জুমানের আমীর আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণভী।

আজ বৃহস্পতিবার বাদ ফজর থেকে আমীরে আঞ্জুমান হযরত মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভীর হৃদয়ছোঁয়া উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ৭৭ বছর পূর্তি উপলক্ষে আজিমুশ্বান ইজতেমার শুরু হয়।

তবে ১৫ তারিখ রাত থেকেই আমীরে আঞ্জুমান-সহ সিলেটের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখের ধাপে ধাপে বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চলে আসছিল। সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের বিশাল ময়দান মুখরিত হয়ে উঠেছে সর্বস্তরের মুসল্লিয়ানে কেরামের পদচারণায়।

ফজরের পূর্বে শেষ রাতের দুআ-যিকির পরিচালনা করেছেন আমীরে আঞ্জুমানের মেঝো সাহেবযাদা, আঞ্জুমানের কেন্দ্রীয় নায়বে নাযিমে আ'লা হাফেয মাওলানা শেখ সা'দ আহমদ আমীন বর্ণভী।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের তথ্যমতে দুই দিনব্যাপী আজিমুশ্বান ইজতেমার প্রথম দিনে বয়ান পেশ করবেন- সায়্যিদ আশহাদ রশীদী, সায়্যিদ মাহমুদ মাদানী, হযরত মাও. আব্দুল মতিন বিন হুসাইন, হযরত মাও. আব্দুল হামিদ, পীর সাহেব মধুপুরী, হযরত মাও. নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, হযরত মাও. যিকরুল্লাহ খান, আ ফ ম খালিদ হুসাইন, ড. মুশতাক আহমদ, ওবায়দুর রহমান খান নদভী, মুফতি মিযানুর রহমান সাঈদ, হযরত মাও. আবু সাবের আব্দুল্লাহ, হযরত মাও. উবায়দুল্লাহ ফারুক, হযরত মাও. সাজিদুর রহমান সাহেব, হযরত মাও. আব্দুল বাসিত খান সিরাজগঞ্জ, হযরত মাও. মুশতাকুন নবী কাসেমী, হযরত মাও. ফজলুর রহমান খান, হযরত মাও. লুৎফর রহমান ফরায়েজী, হযরত মাও. তাফহিমুল হক, হযরত মাও. আহমদ মায়মুন।

উল্লেখ্য, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের ছয় দফা কর্মসূচি হচ্ছে- ইসলামের দাওয়াত, সংগঠন, সুশিক্ষা, আত্মশুদ্ধি, সৃষ্টিজগতের সেবা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা।’ এসব বিষয়কে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’।

পথচলার ৭৭ বছর পূর্তিতে সিলেটে দুই দিনব্যাপী ইজতেমার আয়োজন করেছে সংগঠনটি। এরইমধ্যে অনুষ্ঠানস্থল সাজানো, নিরাপত্তা ব্যবস্থা, আগত মুসল্লিদের থাকা-খাওয়া ও সব সুযোগ-সুবিধাসহ ১০০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ