রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। বুধবার (২৩ নভেম্বর) ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসি’র।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে দুজসে শহরের কাছে। তবে রাজধানী আঙ্কারা এবং ইস্তাম্বুলেও প্রবল কম্পন অনুভূত হয়।

প্রথমটির প্রায় ২০ মিনিট পর আরেকটি ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু বলেন, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পরে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, দুজসে ৩২ জন, ইস্তাম্বুলে একজন, কৃষ্ণ সাগরের উপকূলে একজন আহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে।

এদিকে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮। এর বেশির ভাগই শিশু। সোমবারের (২১ নভেম্বর) ওই ঘটনায় আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। এখনও নিখোঁজ দেড় শতাধিক। এ ছাড়া গৃহহীন হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ।

সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস জানায়, মঙ্গলবার (২২ নভেম্বর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ