শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


শান্তিপূর্ণ বিক্ষোভে প্রাণহানির ঘটনায় বাংলাদেশকে সতর্ক করল জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘের রাইটস টু ফ্রিডম অব পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড অব অ্যাসোসিয়েশন এর রেপোর্টিয়ার এক টুইটে বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচিতে প্রাণহানির ঘটনায় সরকারকে সতর্ক করেছে।

ইউএন স্পেশাল রেপোর্টিয়ার ফ্রিডম অব অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার রাতে টুইট বার্তায় জানায়, ২০২২ সালের জুলাই থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা ও প্রাণঘাতী শক্তি প্রয়োগের ফলে মৃত্যুর ঘটছে, এ-সংক্রান্ত প্রতিবেদন পড়ার পর থেকে বাংলাদেশের ঘটনাবলি আমি ঘনিষ্ঠভাবে অনুসরণ করে আসছি।

তিনি বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের নিশ্চয়তা দিতে হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বিরত থাকতে হবে।

অপর এক টুইটে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশে আইন প্রয়োগকারী সংস্থার প্রাণঘাতী বলপ্রয়োগের অনুরূপ প্রতিবেদনের পর আমি ২০২১ সালে যোগাযোগ করে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছি।

জাতিসংঘের রাইটস টু ফ্রিডম অব পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড অব অ্যাসোসিয়েশন এর বর্তমান রেপোর্টিয়ার ক্লেমেন্ট নায়ালেতসোসি ভোল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ