রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুলে নামাজে বাধা দিয়ে শিক্ষিকা বরখাস্ত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি স্কুলে শিক্ষার্থীদের নামাজে বাধা দেওয়ার অভিযোগে সেখানকার এক শিক্ষিকা বরখাস্ত হয়েছেন। দুজন মুসলিম শিক্ষার্থী হলরুমে নামাজ পড়ার সময় ওই শিক্ষিকা আপত্তিজনক আচরণ করেছেন, এমন অভিযোগ আসলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আল জাজিরার খবরে বলা হয়, ফ্লোরিডা অঙ্গরাজ্যের পেমব্রোক পাইনস এলাকার ফ্র্যাঙ্কলিন একাডেমি চার্টার স্কুলে ওই ঘটনাটি ঘটে। শিক্ষার্থীদের বরাতে জানা যায়, তারা দুইজন শিক্ষকের কাছে অনুমতি নিয়ে ওই রুমে নামাজ আদায় করছিলেন। হঠাৎ একজন শিক্ষিকা সেখানে প্রবেশ করে বলতে থাকেন, তোমরা থামো। এটি আমাদের অফিস। তোমাদেরকে এখানে কে আসতে বলেছে? তোমরা এখানে জাদু করতে এসেছো। আমি খ্রিষ্টধর্মে বিশ্বাসী মানুষ। সে কারণে আমি তোমাদের এ কাজে বাধা দেবো।

ওই শিক্ষিকা এসব কথা বলতে বলতে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের নামাজের সামনে দিয়ে হেঁটে যান এবং একজনের হাতের ওপর তিনি পা দিয়ে চাপা দেন।

পুরো বিষয়টি কেউ একজন ভিডিও করে টিকটকে ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। পরে এক বিবৃতিতে স্কুল কর্তৃপক্ষ জানায়, ফ্র্যাঙ্কলিন একাডেমিতে আমরা এ ধরনের বর্ণবাদী আচরণ সমর্থন করি না। যদিও আমরা আমাদের কর্মীদের বিষয়ে বাইরে কোনো আলোচনা করি না। তারপরও আমরা ঘোষণা দিচ্ছি, ওই শিক্ষিকা এখন থেকে আর আমাদের সদস্য নন।

বিবৃতিতে স্কুল কর্তৃপক্ষ আরও জানায়, আমরা বিভিন্ন সংস্কৃতি ও বর্ণের মানুষের মধ্যে বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে একটি ভালো ও শান্তিপূর্ণ বিশ্ব তৈরিতে আমাদের উদ্যোগগুলো চালিয়ে যেতে চাই।

এদিকে স্কুল কর্তৃপক্ষের তাৎক্ষণিক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন (সিএআইআর)। সংস্থাটি শিক্ষিকার এমন আচরণের নিন্দা জানিয়েছে বলেছে, শিক্ষক সমাজের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। পাশাপাশি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আব্দুল্লাহ জাবের নামে সিএআইআরের এক কর্মকর্তা স্কুল প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ