রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’

প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, বাকি দুজনের অবস্থাও খারাপ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) প্যারিসের মেট্রোস্টেশন গা দে লেস্টের একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছাকাছি এ ঘটনা ঘটে।

জানা যায়, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তি ফরাসি নাগরিক। আগের দুটি হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের নজরে ছিলেন তিনি। তবে আজকের হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি প্যারিস পুলিশ।

এসময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। প্রসিকিউটররা জানান, তারা এরই মধ্যে এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছেন।

এদিকে, এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এক দোকানি বলেন, হঠাৎ গুলির শব্দে সবাই ভয় পেয়ে যান। অনেকে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। আমরা সঙ্গে সঙ্গে দোকান বন্ধ ভেতরে অবস্থান করি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা সাত থেকে আটটি গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে মানুষের চেঁচামেচি ও ছোটাছুটিতে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। সন্দেহভাজন লোকটিকে একটি সেলুন থেকে গ্রেফতার করা হয়। ওই সেলুনে আহত অবস্থায় দুজনকে পড়ে থাকতেও দেখা যায়।

ঘটনাস্থলে অবস্থান করা লোকজন আতঙ্কিত হয়ে পড়েছিল। এ অবস্থাতেই সবাই পুলিশের উদ্দেশে চিৎকার করে সেলুনের দিকে ইশারা করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ