বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

লেখক ফোরাম সাহিত্য প্রতিযোগিতার বিচারক প্যানেলে আছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাহিত্য প্রতিযোগিতা-২০২২ এর জন্য একটি বিচারক প্যানেল গঠন করা হয়েছে। এই প্যানেলে রয়েছেন পাঁচজন বিশিষ্ট তরুণ লেখক ও সাংবাদিক।

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন উপলক্ষে মাসজুড়ে অনলাইনে একটি সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। ছড়া-কবিতা, গল্প ও প্রবন্ধ এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনার জন্য একটি বিচারক প্যানেল গঠন করা হয়েছে।

প্যানেলে রয়েছেন, বিশিষ্ট লেখক গবেষক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, দৈনিক দেশ রূপান্তরের সহ-সম্পাদক ও কলামিস্ট মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের যুগ্ম বার্তা সম্পাদক ও লেখক জহির উদ্দিন বাবর, দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক কবি মাসউদুল কাদির এবং আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও লেখক হুমায়ুন আইয়ুব। তারা কয়েক দফা বিচারকার্যের মাধ্যমে তিনটি বিভাগের বিজয়ীদের বাছাই করবেন।

লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম বলেন, আগ্রহী নবীন-তরুণদের লেখালেখির হাতকে শক্তিশালী করতে এবং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে যোগ্য করে গড়ে তুলতে লেখক ফোরামের এই সাহিত্য প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতায় আমরা ব্যাপক সাড়া পেয়েছি। প্রতিযোগীরা তিন বিভাগেই প্রায় সমানতালে অংশ নিয়েছেন। ভবিষ্যতে ফোরাম আরও বড় আকারে এমন প্রতিযোগিতার আয়োজন করবে ইনশাআল্লাহ।

সাধারণ সম্পাদক আমিন ইকবাল বলেন, তিনটি বিভাগে তিন শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। বিজ্ঞ বিচারকমণ্ডলী সেখান থেকে নয়জন বিজয়ী এবং পনেরজন সান্ত্বনা পুরস্কারের জন্য নির্বাচন করবেন। আগামী ৫ জানুয়ারি বেলা দুইটায় সেগুনবাগিচার কচি-কাঁচা মিলনায়তনে ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলনে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মূল্যবান বই ও ক্রেস্ট তুলে দেওয়া হবে।

তারা প্রতিযোগীদের সম্মিলনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এবং ইসলাম নিয়ে লেখালেখি করেন এমন লেখকদের প্রতি বিশেষ দাওয়াত দিয়েছেন। অনুষ্ঠান বাস্তবায়নে সবার আন্তরিক দোয়া এবং সহযোগিতাও কামনা করেছেন তারা।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইতোমধ্যে সারাদেশের প্রায় চারশত লেখক এই সংগঠনের সদস্য হয়েছেন। আবেদন করেছেন আরও দুই শতাধিক লেখক। বিভিন্ন কার্যক্রম দ্বারা ইসলামী লেখক ফোরাম ইতোমধ্যে তরুণ ধারার লেখকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ