শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৯ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন অটল বাংলাদেশের  গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল  ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই এবার নির্বাচনের রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামীও ৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন `মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করুন: বাংলাদেশ খেলাফত মজলিস

পর্যটকদের জন্য কক্সবাজারে তথ্য ও অভিযোগ কেন্দ্র স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের কলাতলি বঙ্গবন্ধু চত্বরে (ডলফিন মোড়) পর্যটকদের জন্য এবার স্থাপন করা হয়েছে একটি তথ্য ও অভিযোগ কেন্দ্র। রবিবার (২৫ ডিসেম্বর) কলাতলি পুলিশ বক্সের পাশেই এটি স্থাপন করা হয়েছে।

তথ্য ও অভিযোগ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের নানা বিষয়ে তথ্য প্রদানসহ যেকোনো ধরনের হয়রানি থেকে তৎক্ষণাৎ সহযোগিতা দেওয়া জন্য।

কক্সবাজার জেলা প্রশাসন এমন প্রশংসনীয় উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের জন্য।

দেশের নানা প্রান্ত থেকে সড়ক পথে কক্সবাজারে আসা পর্যটকরা গাড়ি থেকে নামেন কলাতলি গোলচত্বরে। এখানে এসেই পর্যটকদের নানা ভোগান্তির মুখে পড়তে হয়। ভালো হোটেলে কম দামে থাকা-খাওয়াসহ নানা প্রলোভন দিয়ে ইজিবাইক ও রিকশাচালক এবং দালাল শ্রেণীর লোকজন কলাতলি গোলচত্বর স্টেশনে ওঁৎ পেতে থাকে। সেখানে নানা প্রতারক চক্রও সক্রিয় থাকে দলে দলে। ট্যুরিস্ট পুলিশ কয়েক সপ্তাহ আগে সেখানে অভিযান চালিয়ে একদিনেই এরকম ১৯ দালাল আটক করেছিল।

পর্যটকদের নানা ধরনের হয়রানি থেকে রক্ষায় কক্সবাজার জেলা প্রশাসনের এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান জানান- ‘কক্সবাজারের প্রবেশদ্বার কলাতলিতেই দূরপাল্লার গাড়ির শেষ স্টপেজ। তাই পর্যটকদের নিয়ে ব্যবসা হোক আর প্রতারণা হোক নানা ফন্দিবাজরা এখানেই ভিড় করে থাকে। পর্যটকদের হয়রানি থেকে রক্ষাসহ তাদের সেবার উদ্দেশ্যেই এখানে তথ্য ও অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ’

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ