রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

চীনা ভাষায় মক্কার গ্র্যান্ড মসজিদের ইসলামী শিক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনা ভাষায় মক্কার মসজিদুল হারামে প্রদত্ত ইসলামী শিক্ষার প্রচার শুরু হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সি এই তথ্য জানিয়েছে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলছে বলে জানিয়েছেন অনুবাদ বিভাগের পরিচালক সালেহ আল-রাশিদ।

তিনি বলেন, মক্কার গ্র্যান্ড মসজিদের অনারব ভাষাভাষীদের কাছে ইসলামের শিক্ষা পৌঁছে দিতে এখন চীনা ভাষাসহ মোট ১৪টি ভাষায় পাওয়া যায়।

তা হলো, ইংরেজি, উর্দু, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, মালাই, ইন্দোনেশিয়া, তামিল, হিন্দি, বাংলা, ফার্সি, রুশ ও বর্নিও। প্রতি মাসে সাত হাজারের বেশি মানুষ সরাসরি সাইট থেকে অনুবাদ শুনেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুনেন বলে জানান তিনি।
এদিকে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক ড. তাওফিক বিন ফাওজান আল-রাবিয়ার পৃষ্ঠপোষকতায় বিদেশি মুসল্লিদের ওমরাহ কার্যক্রমকে আরো সমৃদ্ধ করতে ‘দ্য জার্নি অব অ্যা লাইফটাইম’ নামে শর্ট ডকুমেন্টারি চালু করা হয়। প্রকল্পটি আরবি, ইংরেজি, উর্দু, ফ্রেঞ্চ, বাংলা, ফার্সি, হাউসা, ইন্দোনেশিয়ান ও তার্কিশসহ মোট ৯ ভাষায় তা সাত সপ্তাহ ধরে বিভিন্ন সৌদি বিমানে প্রদর্শিত হয়।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সাধারণ বিভাগের পরিচালক তুর্কি আল-খালাফ জানিয়েছেন, হজ ও ওমরাহ চ্যানেলের মাধ্যমে ফিল্মটি সৌদি এয়ারলাইনসের বিমানে দেখানো হবে। এই ভিডিওর মাধ্যমে বিমানবন্দর, আল-হারামাইন এক্সপ্রেস ট্রেন স্টেশন, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদসহ বিভিন্ন স্থানে ওমরাহযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ