শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ ।। ২১ চৈত্র ১৪৩১ ।। ৬ শাওয়াল ১৪৪৬


প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার আসামি কারাগারে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কারাগারে (পার্ট-২) বন্দি আব্দুল হোসেন খোকন (৫৫) নামের এক হুজি সদস্যের মৃত্যু হয়েছে।

তিনি বরিশালের কোতোয়ালি থানার রাজধর গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টায় হাসপাতালে তার মৃত্যু হয়। কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে হাজতি খোকন হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খোকনের বিরুদ্ধে গোপালগঞ্জের মুকসুদপুর থানা এবং বরিশালের কোতোয়ালি থানায় মামলা ছিল। কারাবিধি অনুযায়ী মরদেহ হস্তান্তরের বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ